ছোটোর উত্থান
হাতে ধরে যাকে তুমি
করেছো এক বিরাট,
সেই তোমাকে খাটো করে
নিজকে ভাবে সম্রাট!
জগতে নাই সাধু-দরবেশ
সবখানে যেন ভণ্ড,
মুখোশধারী বাটপাড়েরা
সবকিছু করছে আজ পণ্ড!
করেছো এক বিরাট,
সেই তোমাকে খাটো করে
নিজকে ভাবে সম্রাট!
জগতে নাই সাধু-দরবেশ
সবখানে যেন ভণ্ড,
মুখোশধারী বাটপাড়েরা
সবকিছু করছে আজ পণ্ড!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/১০/২০২০সুন্দর।
-
বোরহানুল ইসলাম লিটন ২০/১০/২০২০একদম নির্মম সত্য।
-
আব্দুর রহমান আনসারী ২০/১০/২০২০চরম বাস্তব
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/১০/২০২০good
-
ফয়জুল মহী ১৯/১০/২০২০চমৎকার লিখেছেন প্রিয় কবি
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/১০/২০২০সত্যি কথা।