সত্য বলো
সত্য বলে কষ্ট পেলেও
বলবে তুমি সত্য,
মিথ্যা যতোই পাখা মেলুক
সত্য পাবে মর্ত্য।
সত্য ছাড়া এই জীবনে
নাই যে কোনো গতি,
ভালোবাসা বাড়াও তোমার
সত্যকথার প্রতি।
বলবে তুমি সত্য,
মিথ্যা যতোই পাখা মেলুক
সত্য পাবে মর্ত্য।
সত্য ছাড়া এই জীবনে
নাই যে কোনো গতি,
ভালোবাসা বাড়াও তোমার
সত্যকথার প্রতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমিতাভ স্বর্ণকার ১৮/১০/২০২০NICE
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৮/১০/২০২০সত্য কথা বলতে হবে।
-
জীবন রহমান ১৮/১০/২০২০চমৎকার
-
আব্দুর রহমান আনসারী ১৮/১০/২০২০অবশ্যই
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/১০/২০২০right
-
ফয়জুল মহী ১৭/১০/২০২০Right.