অচল
অচল
তুমি কাকে পথ দেখাবে?
তোমার পথই তো বন্ধ চিরতরে!
ঘরে ফিরে যাও হে অন্ধ,
আগে নিজের দৃষ্টিশক্তি করো সচল,
নইলে তুমি দুনিয়ার অচল।
তুমি কাকে পথ দেখাবে?
তোমার পথই তো বন্ধ চিরতরে!
ঘরে ফিরে যাও হে অন্ধ,
আগে নিজের দৃষ্টিশক্তি করো সচল,
নইলে তুমি দুনিয়ার অচল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৫/১০/২০২০ভালো
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৪/১০/২০২০চমৎকার।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/১০/২০২০ভালো লিখেছেন ভাই।
-
ফয়জুল মহী ১৪/১০/২০২০আল্লাহ সবার সহায় হউন