তোমার অনেক ভাব
তোমার অনেক ভাব
সাইয়িদ রফিকুল হক
তোমার অনেক ভাব দেখেছি
ভাবে তুমি দেমাগি!
তারউপরে তুমি আবার
অনেক বেশি রাগী।
লাভ কি তোমার এসব করে
বলবে সহজ কথায়?
সর্বজনীন শিষ্টাচার সব
আনো এবার মাথায়।
ভাবদেখানোর দিনগুলো সব
শেষ হয়েছে কবে!
দিনদুপুরে ভাবসাব এত
দেখাও কেন তবে?
ভাবের মানুষ কলিযুগে
পায় না কোনো সঙ্গ,
লোক-হাসানো ভাবদেখায়ে
আর কোরো না রঙ্গ।
সাইয়িদ রফিকুল হক
০২/১০/২০২০
সাইয়িদ রফিকুল হক
তোমার অনেক ভাব দেখেছি
ভাবে তুমি দেমাগি!
তারউপরে তুমি আবার
অনেক বেশি রাগী।
লাভ কি তোমার এসব করে
বলবে সহজ কথায়?
সর্বজনীন শিষ্টাচার সব
আনো এবার মাথায়।
ভাবদেখানোর দিনগুলো সব
শেষ হয়েছে কবে!
দিনদুপুরে ভাবসাব এত
দেখাও কেন তবে?
ভাবের মানুষ কলিযুগে
পায় না কোনো সঙ্গ,
লোক-হাসানো ভাবদেখায়ে
আর কোরো না রঙ্গ।
সাইয়িদ রফিকুল হক
০২/১০/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ১৩/১০/২০২০বাস্তবতার সুন্দর প্রকাশ।
-
আব্দুর রহমান আনসারী ১২/১০/২০২০বেশ সুন্দর
-
পি পি আলী আকবর ১২/১০/২০২০ভালো
-
ফয়জুল মহী ০২/১০/২০২০নন্দিত অনুভূতি প্রকাশ