কত সুন্দর মেয়ে ছিলে
কত সুন্দর মেয়ে ছিলে
করলে তুমি ভুল!
ঝরে যাবে এখন তোমার
জীবনবৃক্ষ-ফুল!
ভুল করিলে ভুল ছাড়ে না
ভুল যে লাগে পিছে,
ভুলের মাশুল জীবন দিয়ে
কথা নয়তো মিছে!
করলে তুমি ভুল!
ঝরে যাবে এখন তোমার
জীবনবৃক্ষ-ফুল!
ভুল করিলে ভুল ছাড়ে না
ভুল যে লাগে পিছে,
ভুলের মাশুল জীবন দিয়ে
কথা নয়তো মিছে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৩/১০/২০২০মুগ্ধতা আকাশ ছোঁয়া
-
আব্দুর রহমান আনসারী ১২/১০/২০২০অনুপম
-
ফয়জুল মহী ০২/১০/২০২০Beautiful pome
-
কুমারেশ সরদার ০২/১০/২০২০আহা
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ০২/১০/২০২০সুন্দর