নষ্ট হইলে কষ্ট পাইবি
নষ্ট হইলে কষ্ট পাইবি
সাইয়িদ রফিকুল হক
নষ্ট হইলে কষ্ট পাইবি
নষ্টে নাই যে সুখ,
আরও আছে অসুবিধা
কেউ দেখে না মুখ!
নষ্ট হয়ে লাভ কীরে তোর
বল না একটু খুলে?
সারাজীবন থাকবি তোরা
পরের ঘাড়ে ঝুলে!
নষ্টগুলোর লজ্জা নাইরে
ব্যবসা হয়তো ভালো,
কিন্তু শেষে মুখটি তোদের
হবেই হবে কালো!
কত লোকে নষ্ট হয়ে
ধরছে শেষে মদ,
এই সমাজে হয়তো আছে
এদের বড় পদ!
লোকে তবু নষ্ট বলে
থুথু ছিটায় মুখে,
একটা দেখা নষ্টলোকে
আছে একটু সুখে!
নষ্ট হইলে কষ্ট পাইবি
মরবি বড় দুঃখে,
মরণকালে একটু হাসি
থাকবে না তোর মুখে।
সাইয়িদ রফিকুল হক
৩০/০৯/২০২০
সাইয়িদ রফিকুল হক
নষ্ট হইলে কষ্ট পাইবি
নষ্টে নাই যে সুখ,
আরও আছে অসুবিধা
কেউ দেখে না মুখ!
নষ্ট হয়ে লাভ কীরে তোর
বল না একটু খুলে?
সারাজীবন থাকবি তোরা
পরের ঘাড়ে ঝুলে!
নষ্টগুলোর লজ্জা নাইরে
ব্যবসা হয়তো ভালো,
কিন্তু শেষে মুখটি তোদের
হবেই হবে কালো!
কত লোকে নষ্ট হয়ে
ধরছে শেষে মদ,
এই সমাজে হয়তো আছে
এদের বড় পদ!
লোকে তবু নষ্ট বলে
থুথু ছিটায় মুখে,
একটা দেখা নষ্টলোকে
আছে একটু সুখে!
নষ্ট হইলে কষ্ট পাইবি
মরবি বড় দুঃখে,
মরণকালে একটু হাসি
থাকবে না তোর মুখে।
সাইয়িদ রফিকুল হক
৩০/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০১/১০/২০২০ভালো
-
নুসরাত সাবিনা ০১/১০/২০২০ঠিক বলেছেন, নষ্ট হলে কষ্ট।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/১০/২০২০better
-
ফয়জুল মহী ৩০/০৯/২০২০অসাধারণ দারুণ প্রকাশ