বইবিমুখ
বইবিমুখ
সাইয়িদ রফিকুল হক
বই পড়তে তোমার নাকি
ভাল্লাগেনা মোটেই!
হারামনেশায় ঘুষের টাকা
ভাগ্যে তোমার জোটেই।
মূর্খগুলোর হাতে টাকা
বই পড়ে না তাও,
মদ-নারীতে ডুবে তারা
খাচ্ছে শুধু ফাও!
পাপীগুলো অনেক চালাক
বুদ্ধি কিন্তু কম,
ভালো কাজে ডাকলে তুমি
ভাববে তোমায় যম!
বই পড়তে ভাল্লাগেনা?
তুমি পাপী ঘোর,
অন্ধকারেই থাকবে ডুবে
দেখবে নাকো ভোর।
সাইয়িদ রফিকুল হক
২৫/০৯/২০২০
সাইয়িদ রফিকুল হক
বই পড়তে তোমার নাকি
ভাল্লাগেনা মোটেই!
হারামনেশায় ঘুষের টাকা
ভাগ্যে তোমার জোটেই।
মূর্খগুলোর হাতে টাকা
বই পড়ে না তাও,
মদ-নারীতে ডুবে তারা
খাচ্ছে শুধু ফাও!
পাপীগুলো অনেক চালাক
বুদ্ধি কিন্তু কম,
ভালো কাজে ডাকলে তুমি
ভাববে তোমায় যম!
বই পড়তে ভাল্লাগেনা?
তুমি পাপী ঘোর,
অন্ধকারেই থাকবে ডুবে
দেখবে নাকো ভোর।
সাইয়িদ রফিকুল হক
২৫/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/০৯/২০২০
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৭/০৯/২০২০পড়তে হবেই।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৯/২০২০বই পড়া অবশ্যই দরকার।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০৯/২০২০চমৎকার
-
ফয়জুল মহী ২৬/০৯/২০২০অতুলীয় ভাবনা
বই নিয়ে সুন্দর কবিতা।