উল্টাপাল্টা—৩
উল্টাপাল্টা—৩
সাইয়িদ রফিকুল হক
সত্যবাদীর ফাঁসি হবে
মিথ্যাবাদী খালাস!
আর কোনোদিন সত্যটাকে
করিস নারে তালাশ!
আজবনীতি সবখানে যে
কোথাও নাইরে ভালো,
মিথ্যাপাপে যায় যে নিভে
সত্যপ্রদীপ-আলো।
মূর্খগুলো গামছা কাঁধে
যাচ্ছে এখন চাঁদে,
টাকার লোভে ধর্মব্যবসায়
কতজনই কাঁদে!
লজ্জা যাদের গেছে চলে
তারাই এখন সুশীল,
দিনদুপুরে এরাই দেখি
করছে কত মিছিল!
পরের খেয়ে জীবন যাদের
ছিল ঢিমে তালে,
তারাও দেখি আছে এখন
বিরাট রাজার হালে!
ভণ্ডগুলো ধর্মনেতা
হচ্ছে শ’য়ে-শ’য়ে,
মূর্খগুলো এদের পিছে
জাহান্নামের ভয়ে!
যাদের বুকে ধর্ম নাইরে
তারাই এখন পীর,
এই পাপীরা সকাল-সন্ধ্যা
খাচ্ছে দুধের ক্ষীর!
ভণ্ডপাড়ায় এমনি কি আর
যাই না আমি সাধে!
এদের কথাও বলতে আমার
মুখে একটু বাধে!
সাইয়িদ রফিকুল হক
২৪/০৯/২০২০
সাইয়িদ রফিকুল হক
সত্যবাদীর ফাঁসি হবে
মিথ্যাবাদী খালাস!
আর কোনোদিন সত্যটাকে
করিস নারে তালাশ!
আজবনীতি সবখানে যে
কোথাও নাইরে ভালো,
মিথ্যাপাপে যায় যে নিভে
সত্যপ্রদীপ-আলো।
মূর্খগুলো গামছা কাঁধে
যাচ্ছে এখন চাঁদে,
টাকার লোভে ধর্মব্যবসায়
কতজনই কাঁদে!
লজ্জা যাদের গেছে চলে
তারাই এখন সুশীল,
দিনদুপুরে এরাই দেখি
করছে কত মিছিল!
পরের খেয়ে জীবন যাদের
ছিল ঢিমে তালে,
তারাও দেখি আছে এখন
বিরাট রাজার হালে!
ভণ্ডগুলো ধর্মনেতা
হচ্ছে শ’য়ে-শ’য়ে,
মূর্খগুলো এদের পিছে
জাহান্নামের ভয়ে!
যাদের বুকে ধর্ম নাইরে
তারাই এখন পীর,
এই পাপীরা সকাল-সন্ধ্যা
খাচ্ছে দুধের ক্ষীর!
ভণ্ডপাড়ায় এমনি কি আর
যাই না আমি সাধে!
এদের কথাও বলতে আমার
মুখে একটু বাধে!
সাইয়িদ রফিকুল হক
২৪/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৯/২০২০অসাধারন লেখ্নী
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/০৯/২০২০দারুন
-
ফয়জুল মহী ২৪/০৯/২০২০অনন্য উপস্থাপন
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৪/০৯/২০২০ভালো হয়েছে।