তুমি বড় সৎ
তুমি বড় সৎ
সাইয়িদ রফিকুল হক
সত্যের ঘাড়ে আজ কোপ দিয়ে
তুমি বড় সৎ!
তোমার জন্য খোলা আছে
জগতের সব পথ!
মিথ্যাবাদী হতে পারলে
জগতের সব মেলে,
সত্যের ঘাড়ে কোপটা দিয়ে
জীবন যাচ্ছে হেসে-খেলে!
মানুষের রূপ দেখি নাতো
দেখি শুধু মুখোশ,
অজগর-দল চারিদিকে
করে শুধু ফোঁস-ফোঁস!
সাইয়িদ রফিকুল হক
২২/০৯/২০২০
সাইয়িদ রফিকুল হক
সত্যের ঘাড়ে আজ কোপ দিয়ে
তুমি বড় সৎ!
তোমার জন্য খোলা আছে
জগতের সব পথ!
মিথ্যাবাদী হতে পারলে
জগতের সব মেলে,
সত্যের ঘাড়ে কোপটা দিয়ে
জীবন যাচ্ছে হেসে-খেলে!
মানুষের রূপ দেখি নাতো
দেখি শুধু মুখোশ,
অজগর-দল চারিদিকে
করে শুধু ফোঁস-ফোঁস!
সাইয়িদ রফিকুল হক
২২/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ২৪/০৯/২০২০চমৎকার
-
Md. Jahangir Hossain ২৩/০৯/২০২০একেবারেই সত্।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৩/০৯/২০২০আসল কথা।
-
মোঃ ফরহাদ হোসাইন ২৩/০৯/২০২০অনেক সন্দুর হয়েছে
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২২/০৯/২০২০খুবই চমৎকার
-
ফয়জুল মহী ২২/০৯/২০২০নান্দনিক