উল্টাপাল্টা—২
উল্টাপাল্টা—২
সাইয়িদ রফিকুল হক
মাথামোটা ভণ্ডরা সব
হচ্ছে বড়কর্তা,
দেশ-জাতিকে প্যাঁচে ফেলে
করছে তারা ভর্তা!
দেশের টাকা লুটছে পশু
খাচ্ছে কত সুখে,
এই জামানায় ধর্মকথা
শুনছি পাপীর মুখে!
চোরের গলা বড় গলা
আরও বড় চ্যালা,
কে সামলাবে এই পাপীদের
ধ্বংস-নেশার ঠ্যালা!
মূর্খগুলো বড় চেয়ার
ধরছে বড় কষে,
ভদ্রলোকে মনখারাপে
থাকে শুধু বসে!
হায় রে মানুষ ভালোমানুষ
বাঁচবে কেমন করে?
ব্যাঙের ছাতায় যাচ্ছে বুঝি
ঘরটা এবার ভরে!
সাইয়িদ রফিকুল হক
২০/০৯/২০২০
সাইয়িদ রফিকুল হক
মাথামোটা ভণ্ডরা সব
হচ্ছে বড়কর্তা,
দেশ-জাতিকে প্যাঁচে ফেলে
করছে তারা ভর্তা!
দেশের টাকা লুটছে পশু
খাচ্ছে কত সুখে,
এই জামানায় ধর্মকথা
শুনছি পাপীর মুখে!
চোরের গলা বড় গলা
আরও বড় চ্যালা,
কে সামলাবে এই পাপীদের
ধ্বংস-নেশার ঠ্যালা!
মূর্খগুলো বড় চেয়ার
ধরছে বড় কষে,
ভদ্রলোকে মনখারাপে
থাকে শুধু বসে!
হায় রে মানুষ ভালোমানুষ
বাঁচবে কেমন করে?
ব্যাঙের ছাতায় যাচ্ছে বুঝি
ঘরটা এবার ভরে!
সাইয়িদ রফিকুল হক
২০/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২২/০৯/২০২০অসাধারণ লেখনী
-
কে এম শাহ্ রিয়ার ২১/০৯/২০২০খুব চমৎকার লাগলো!
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৯/২০২০খুবই বাস্তাবিক।
-
শ.ম. শহীদ ২১/০৯/২০২০ভালা মাইনষের ভাত নাই
খারাপ মাইনষের জাত নাই
লাগাও ডান্ডা
তবেই ঠান্ডা!
তো? আম জনতার হাত নাই! -
পি পি আলী আকবর ২১/০৯/২০২০ভালো
-
ফয়জুল মহী ২০/০৯/২০২০Valo laglo kobita