উল্টাপাল্টা—১
উল্টাপাল্টা—১
সাইয়িদ রফিকুল হক
অল্পকথা বললে এখন
হচ্ছে বিরাট ফাইন,
বেশি কথার পক্ষে নাকি
মহাজনের আইন!
বাচালগুলো বুকফুলিয়ে
হাঁটছে কত জোরে!
সিঁধেল চোরের দলবলেরা
উঠছে এখন ভোরে!
নীতিকথার বাক্যগুলো
দেখি নাতো চোখে,
বড়সাহেব কাঁদেন এখন
কোলাব্যাঙের শোকে!
মানুষ মরলে হাসে বেকুব
বিড়াল মরলে কাঁদে!
বিশ্বজগত আটকে গেছে
ধান্দাবাজের ফাঁদে!
মাথামোটা মানুষগুলো
পাচ্ছে সভায় আসন,
ধর্ষকেরাও দিচ্ছে এখন
জনসভায় ভাষণ!
পশুসমাজ কায়েম করতে
হচ্ছে পশুর জোট,
মানুষ হয়েও কত পশু
দিচ্ছে পশুর ভোট!
এই জামানার পাপের কথা
কী হবে আর লিখে!
লাভ কামাতে বেআদবি
নিচ্ছে সবাই শিখে!
সাইয়িদ রফিকুল হক
১৯/০৯/২০২০
সাইয়িদ রফিকুল হক
অল্পকথা বললে এখন
হচ্ছে বিরাট ফাইন,
বেশি কথার পক্ষে নাকি
মহাজনের আইন!
বাচালগুলো বুকফুলিয়ে
হাঁটছে কত জোরে!
সিঁধেল চোরের দলবলেরা
উঠছে এখন ভোরে!
নীতিকথার বাক্যগুলো
দেখি নাতো চোখে,
বড়সাহেব কাঁদেন এখন
কোলাব্যাঙের শোকে!
মানুষ মরলে হাসে বেকুব
বিড়াল মরলে কাঁদে!
বিশ্বজগত আটকে গেছে
ধান্দাবাজের ফাঁদে!
মাথামোটা মানুষগুলো
পাচ্ছে সভায় আসন,
ধর্ষকেরাও দিচ্ছে এখন
জনসভায় ভাষণ!
পশুসমাজ কায়েম করতে
হচ্ছে পশুর জোট,
মানুষ হয়েও কত পশু
দিচ্ছে পশুর ভোট!
এই জামানার পাপের কথা
কী হবে আর লিখে!
লাভ কামাতে বেআদবি
নিচ্ছে সবাই শিখে!
সাইয়িদ রফিকুল হক
১৯/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ২০/০৯/২০২০অগ্নি ঝরা লেখনী, ধন্যবাদ।
-
ফয়জুল মহী ১৯/০৯/২০২০স্নিগ্ধোজ্জ্বল লেখনী
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১৯/০৯/২০২০স্যালুট কবি। সমাজের বাস্তব দশা উঠি এসেছে কবিতায়। শুভ কামনা।😍