বাঁচার পথ এই
বাঁচার পথ এই
সাইয়িদ রফিকুল হক
আর কিছু বলি না,
কারো কথা শুনি না,
নিজের মতো চলি।
মানুষের কথায়
ক্ষতি হয় নিজের,
বুদ্ধি দেয় ধ্বংসের।
নিজের লাভে ডুবে
কে দিবে ভালো বুদ্ধি?
নিজের পথে হাঁটো।
লাভ নাই মিথ্যায়,
সত্য ধরো হে কষে,
বাঁচার পথ এই।
সাইয়িদ রফিকুল হক
১৭/০৯/২০২০
সাইয়িদ রফিকুল হক
আর কিছু বলি না,
কারো কথা শুনি না,
নিজের মতো চলি।
মানুষের কথায়
ক্ষতি হয় নিজের,
বুদ্ধি দেয় ধ্বংসের।
নিজের লাভে ডুবে
কে দিবে ভালো বুদ্ধি?
নিজের পথে হাঁটো।
লাভ নাই মিথ্যায়,
সত্য ধরো হে কষে,
বাঁচার পথ এই।
সাইয়িদ রফিকুল হক
১৭/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/০৯/২০২০good post
-
কুমারেশ সরদার ১৮/০৯/২০২০অভিনন্দন
-
শ.ম. শহীদ ১৮/০৯/২০২০চিরন্তন সত্য! মিথ্যা জীবনের জন্য বয়ে আনতে পারে শুধু ক্ষতি।
-
পি পি আলী আকবর ১৮/০৯/২০২০ভালো
-
ফয়জুল মহী ১৭/০৯/২০২০সৃজনশীল লেখা ।