বদ্ধ বইগুলো ফেলে দাও
বদ্ধ বইগুলো ফেলে দাও
সাইয়িদ রফিকুল হক
বদ্ধ-ভাবের বইগুলো সব
দাও না ফেলে জলে,
কিংবা এসব পুঁতে ফেল
গভীর মাটির তলে!
ভণ্ডগুলোর মিথ্যাকথায়
বাড়ছে কত কিতাব!
সবখানে যে মনুষ্যত্বের
আছে বিরাট অভাব!
মনগড়া সব কিতাবখানা
উঠছে কত গড়ে!
এই জীবনে লাভ হবে না
তুচ্ছ এসব পড়ে।
মানুষজনকে ঘৃণা করে
ধর্ম হবে কীসের?
আল্লাহতা’লার পৃথিবীতে
কিতাব কেন বিষের?
ভালো কিতাব লিখতে হবে
পড়তে হবে ভালো,
খুঁজে দেখো যে-কিতাবে
হয় রে জগত আলো।
বদ্ধ-মনের ভাবনাগুলো
করে সবার ক্ষতি,
এমন কিতাব পড়বে নাকো
আদেশ সবার প্রতি।
মনটাকে ভাই ধুয়ে ফেল
সত্য-সুন্দর বইয়ে,
সুন্দর মনে আল্লাহ থাকেন
কথা দিলাম কইয়ে।
বদ্ধ-মনের বইগুলো সব
দাও না ফেলে আজ,
সত্য-সুন্দর কথায় করো
জীবন-কারুকাজ।
সাইয়িদ রফিকুল হক
১৬/০৯/২০২০
সাইয়িদ রফিকুল হক
বদ্ধ-ভাবের বইগুলো সব
দাও না ফেলে জলে,
কিংবা এসব পুঁতে ফেল
গভীর মাটির তলে!
ভণ্ডগুলোর মিথ্যাকথায়
বাড়ছে কত কিতাব!
সবখানে যে মনুষ্যত্বের
আছে বিরাট অভাব!
মনগড়া সব কিতাবখানা
উঠছে কত গড়ে!
এই জীবনে লাভ হবে না
তুচ্ছ এসব পড়ে।
মানুষজনকে ঘৃণা করে
ধর্ম হবে কীসের?
আল্লাহতা’লার পৃথিবীতে
কিতাব কেন বিষের?
ভালো কিতাব লিখতে হবে
পড়তে হবে ভালো,
খুঁজে দেখো যে-কিতাবে
হয় রে জগত আলো।
বদ্ধ-মনের ভাবনাগুলো
করে সবার ক্ষতি,
এমন কিতাব পড়বে নাকো
আদেশ সবার প্রতি।
মনটাকে ভাই ধুয়ে ফেল
সত্য-সুন্দর বইয়ে,
সুন্দর মনে আল্লাহ থাকেন
কথা দিলাম কইয়ে।
বদ্ধ-মনের বইগুলো সব
দাও না ফেলে আজ,
সত্য-সুন্দর কথায় করো
জীবন-কারুকাজ।
সাইয়িদ রফিকুল হক
১৬/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত সামন্ত (বুবাই) ২০/০৯/২০২০একদম ঠিক কথা এখন আর বইয়ের দরকার নেই ।
-
শ.ম. শহীদ ১৭/০৯/২০২০পরিচ্ছন্ন এবং সুন্দর বোধের চমৎকার নিবেদন।
কবিকে সাধুবাদ জানাই। ভালো থাকুন সম্মানিত। -
জাকির হোসেন `বিপ্লব' ১৭/০৯/২০২০অসাধারণ কবিতাটি
প্রিয় কবিজী।।
ধন্যবাদ জানবেন সব সময়।।। -
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০৯/২০২০Beautiful.
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/০৯/২০২০অনবদ্য
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/০৯/২০২০nice
-
রূপক কুমার রক্ষিত ১৬/০৯/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ১৬/০৯/২০২০Excellent