সহজ কথা সহজ মানুষ
সহজ কথা সহজ মানুষ
সাইয়িদ রফিকুল হক
সহজ কথা বললে একটু
লোক হাসে যে বেশি!
কেউবা আবার মামুর জোরে
দেখায় কত পেশী!
সহজ কথা সহজ মানুষ
পায় না কোনো আসন,
টাউট-বাটপাড় চারিদিকে
দিচ্ছে কত ভাষণ!
সহজ-সরল মধুর জীবন
কোথায় পাবে খুঁজে?
সহজ মানুষ দেখলে সবাই
চক্ষু থাকে বুজে!
মুখেই শুধু ভালোমানুষ
চাচ্ছে কত ভণ্ড,
এদের হাতেই সহজ-সরল
জীবন হচ্ছে পণ্ড!
সহজ কথা সহজ মানুষ
আর পাবে না দেশে,
সবখানে যে ভণ্ডশয়তান
ঘুরছে বীরের বেশে!
সাইয়িদ রফিকুল হক
১৫/০৯/২০২০
সাইয়িদ রফিকুল হক
সহজ কথা বললে একটু
লোক হাসে যে বেশি!
কেউবা আবার মামুর জোরে
দেখায় কত পেশী!
সহজ কথা সহজ মানুষ
পায় না কোনো আসন,
টাউট-বাটপাড় চারিদিকে
দিচ্ছে কত ভাষণ!
সহজ-সরল মধুর জীবন
কোথায় পাবে খুঁজে?
সহজ মানুষ দেখলে সবাই
চক্ষু থাকে বুজে!
মুখেই শুধু ভালোমানুষ
চাচ্ছে কত ভণ্ড,
এদের হাতেই সহজ-সরল
জীবন হচ্ছে পণ্ড!
সহজ কথা সহজ মানুষ
আর পাবে না দেশে,
সবখানে যে ভণ্ডশয়তান
ঘুরছে বীরের বেশে!
সাইয়িদ রফিকুল হক
১৫/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ১৬/০৯/২০২০
-
শরিফুল ইসলাম (1990) ১৫/০৯/২০২০অসাধারন বাস্তব কবিতা, শুভকামনা রইলো হে প্রিয় কবি।
-
ফয়জুল মহী ১৫/০৯/২০২০অনুপম রচিত ।
সহজাত হই
সহায় হারিয়ে কাঁদে
সভ্যতা ওই!
------------দারুণ সুন্দর লিখেছেন সম্মানিত কবি। সাধুবাদ জানাই।