গন্ধরাজকে ভালোবাসি
গন্ধরাজকে ভালোবাসি
সাইয়িদ রফিকুল হক
ফুলের বনে ফুল যে কত
ভাল্লাগেনা কিছু,
গন্ধরাজের সুবাসখনি
ছাড়ছে নাতো পিছু!
সকালবেলা শুভ্রশাদা
কী যে সুন্দর হাসি,
মন বলে তাই গন্ধরাজই
অনেক ভালোবাসি।
সন্ধ্যাবেলা কিংবা রাতে
কী যে মধুর সুবাস,
তার সঙ্গে থাকে যদি
একটু উতাল বাতাস।
গন্ধরাজকে ভালোবেসে
দিন কাটে তাই সুখে,
পুণ্য-সুবাস পেলে বুকে
কেউ কি থাকে দুখে?
সাইয়িদ রফিকুল হক
১৪/০৯/২০২০
সাইয়িদ রফিকুল হক
ফুলের বনে ফুল যে কত
ভাল্লাগেনা কিছু,
গন্ধরাজের সুবাসখনি
ছাড়ছে নাতো পিছু!
সকালবেলা শুভ্রশাদা
কী যে সুন্দর হাসি,
মন বলে তাই গন্ধরাজই
অনেক ভালোবাসি।
সন্ধ্যাবেলা কিংবা রাতে
কী যে মধুর সুবাস,
তার সঙ্গে থাকে যদি
একটু উতাল বাতাস।
গন্ধরাজকে ভালোবেসে
দিন কাটে তাই সুখে,
পুণ্য-সুবাস পেলে বুকে
কেউ কি থাকে দুখে?
সাইয়িদ রফিকুল হক
১৪/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০৯/২০২০অসাধারণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০৯/২০২০best
-
ফয়জুল মহী ১৪/০৯/২০২০Excellent poem. Best of luck