গন্ধরাজের ঘ্রাণ
গন্ধরাজের ঘ্রাণ
সাইয়িদ রফিকুল হক
মন যে পাগল হচ্ছে আমার
গন্ধরাজের ঘ্রাণে,
মোহন-মধুর সুবাসখনি
পরশ বুলায় প্রাণে!
হাসিমুখে বন্ধু আমার
দিচ্ছে কত সুখ,
ঘুম থেকে তাই জেগেই দেখি
বন্ধুজানের মুখ।
শুভ্রশাদা হাসিমুখের
কী যে মধুর রূপ!
ফুলকাননে দেখলে তারে
সবাই করে চুপ!
সারাদিন যে মিষ্টি সুবাস
রাখে পাগল করে,
গন্ধরাজের পুণ্য ঘ্রাণে
মনটা আমার ভরে।
সাইয়িদ রফিকুল হক
১২/০৯/২০২০
সাইয়িদ রফিকুল হক
মন যে পাগল হচ্ছে আমার
গন্ধরাজের ঘ্রাণে,
মোহন-মধুর সুবাসখনি
পরশ বুলায় প্রাণে!
হাসিমুখে বন্ধু আমার
দিচ্ছে কত সুখ,
ঘুম থেকে তাই জেগেই দেখি
বন্ধুজানের মুখ।
শুভ্রশাদা হাসিমুখের
কী যে মধুর রূপ!
ফুলকাননে দেখলে তারে
সবাই করে চুপ!
সারাদিন যে মিষ্টি সুবাস
রাখে পাগল করে,
গন্ধরাজের পুণ্য ঘ্রাণে
মনটা আমার ভরে।
সাইয়িদ রফিকুল হক
১২/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৩/০৯/২০২০ভালো
-
ফয়জুল মহী ১২/০৯/২০২০অক্ষর বর্ণ ও শব্দ সবই কমনীয়
-
আলম সারওয়ার ১২/০৯/২০২০চমত্কার লিখনি কবিজি
-
রূপক কুমার রক্ষিত ১২/০৯/২০২০সুন্দর