গন্ধরাজের হাসি
গন্ধরাজের হাসি
সাইয়িদ রফিকুল হক
গন্ধরাজের হাসি দেখে
মনটা ভরে যায়,
বেঁচে থাকি এমন করে
অনেক সুখের আশায়।
পদ্মবিলের শাপলা ফুলেও
পাই যে সুখের খনি,
তবুও দেখি গন্ধরাজই
আমার চোখের মণি!
ভালোবাসার গন্ধরাজে
আছে মধুর সুবাস,
ফুলকলিরা আছে বলেই
নিচ্ছি সতেজ নিঃশ্বাস।
গন্ধরাজকে ভালোবেসে
সত্য বলি মুখে,
বুকের মধ্যে গন্ধরাজ যে
শুয়ে আছে সুখে।
সাইয়িদ রফিকুল হক
১১/০৯/২০২০
সাইয়িদ রফিকুল হক
গন্ধরাজের হাসি দেখে
মনটা ভরে যায়,
বেঁচে থাকি এমন করে
অনেক সুখের আশায়।
পদ্মবিলের শাপলা ফুলেও
পাই যে সুখের খনি,
তবুও দেখি গন্ধরাজই
আমার চোখের মণি!
ভালোবাসার গন্ধরাজে
আছে মধুর সুবাস,
ফুলকলিরা আছে বলেই
নিচ্ছি সতেজ নিঃশ্বাস।
গন্ধরাজকে ভালোবেসে
সত্য বলি মুখে,
বুকের মধ্যে গন্ধরাজ যে
শুয়ে আছে সুখে।
সাইয়িদ রফিকুল হক
১১/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রূপক কুমার রক্ষিত ১২/০৯/২০২০nice
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০৯/২০২০beautiful
-
ফয়জুল মহী ১১/০৯/২০২০নিখুঁত ভাবনায় লিখনীতে মন উৎফুল্ল হলো ।
-
Md. Jahangir Hossain ১১/০৯/২০২০সুন্দর!