করোনার এই সময়ে
করোনার এই সময়ে
করোনার এই সময়ে বই পড়ে ভালো সময় কাটানো যায়,
আজকাল ঘরে বসেই কেনা যাচ্ছে বইপত্র,
এসব দেখে অনেকেই খুশি
বই কিনছে অনেক মানুষ,
ঘরে বসে পাচ্ছে নতুন বইয়ের ঘ্রাণ।
এই সুযোগে অসৎ কুরিয়ার-কোম্পানিগুলো
জাত কসাইয়ের মতো হঠাৎ বাড়িয়ে দিয়েছে কুরিয়ার-খরচ!
এদেশে আজ সবই সম্ভব।
এরা হলো বইয়ের শত্রু,
এরা হলো জ্ঞানের শত্রু
এরা শুধু অর্থলোভী।
করোনার এই সময়ে বই পড়ে ভালো সময় কাটানো যায়,
আজকাল ঘরে বসেই কেনা যাচ্ছে বইপত্র,
এসব দেখে অনেকেই খুশি
বই কিনছে অনেক মানুষ,
ঘরে বসে পাচ্ছে নতুন বইয়ের ঘ্রাণ।
এই সুযোগে অসৎ কুরিয়ার-কোম্পানিগুলো
জাত কসাইয়ের মতো হঠাৎ বাড়িয়ে দিয়েছে কুরিয়ার-খরচ!
এদেশে আজ সবই সম্ভব।
এরা হলো বইয়ের শত্রু,
এরা হলো জ্ঞানের শত্রু
এরা শুধু অর্থলোভী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ১১/০৯/২০২০ভাল।
-
এ কে সুমন ১১/০৯/২০২০সুন্দর বলেছেন
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/০৯/২০২০দারুন
-
ফয়জুল মহী ১০/০৯/২০২০অনন্যসাধারণ