বুঝেও না বোঝার ভান
বুঝেও না বোঝার ভান
বুঝেও তুমি বোঝো নাকো
শুদ্ধতার স্বাদ,
তাইতে দেখি তোমার ক্ষেতে
আগাছার আবাদ!
ভালো তুমি হলে নাকো
করলে শুধু অভিনয়,
কী করবে আর শক্তি তোমার
হবে যখন ক্ষয়!
বুঝেও তুমি বোঝো নাকো
শুদ্ধতার স্বাদ,
তাইতে দেখি তোমার ক্ষেতে
আগাছার আবাদ!
ভালো তুমি হলে নাকো
করলে শুধু অভিনয়,
কী করবে আর শক্তি তোমার
হবে যখন ক্ষয়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ১০/০৯/২০২০নিপুণ হাতে অসামান্য লেখা।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/০৯/২০২০nice
-
ফয়জুল মহী ০৯/০৯/২০২০খুব ভালো লাগলো