ফিরে এসো চেতনালোকে
ফিরে এসো চেতনালোকে
সাইয়িদ রফিকুল হক
বুকের ওপর চাপা দেওয়া আছে
শক্ত একখানা বিরাট পাথর,
এবার সরাও তোমার বুকের পাথরখানা।
চোখের পর্দায় আজকাল তুমি
ভীষণরকম অন্ধ হয়েছো!
চোখে পড়ে নাকো ভালোকিছু আর,
চোখে দেখো শুধু নষ্ট-বিলাসিতা।
তোমার বুকের পাথর সরাও,
সেখানে বানাও একটা মন্দির।
জ্ঞানের মন্দিরে করো অবগাহন।
সবকিছু ফেলে নিজের মতো করে
তুমি ফিরে এসো আবার চেতনালোকে।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৯/২০২০
সাইয়িদ রফিকুল হক
বুকের ওপর চাপা দেওয়া আছে
শক্ত একখানা বিরাট পাথর,
এবার সরাও তোমার বুকের পাথরখানা।
চোখের পর্দায় আজকাল তুমি
ভীষণরকম অন্ধ হয়েছো!
চোখে পড়ে নাকো ভালোকিছু আর,
চোখে দেখো শুধু নষ্ট-বিলাসিতা।
তোমার বুকের পাথর সরাও,
সেখানে বানাও একটা মন্দির।
জ্ঞানের মন্দিরে করো অবগাহন।
সবকিছু ফেলে নিজের মতো করে
তুমি ফিরে এসো আবার চেতনালোকে।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ০৯/০৯/২০২০সুন্দর।
-
অমিতাভ স্বর্ণকার ০৯/০৯/২০২০সুমতি আসুক মানবচেতনায়। বেশ ভালো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/০৯/২০২০অসাধারণ
-
ফয়জুল মহী ০৮/০৯/২০২০Wonderful
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/০৯/২০২০Very Good.