মনোবল
মনোবল
সাইয়িদ রফিকুল হক
সাহসী গাছেরা ভাঙে না সহজে,
তারা টিকে থাকে সংগ্রাম করে।
তীব্র বাতাসেও তারা আশা রাখে
মাটিকে কামড়ে তবু বেঁচে থাকে!
ঝড়-ঝাপটাকে আলিঙ্গন করে
তারা হেলেদুলে আবার সাহসে
উঠে দাঁড়ায় যে একঝটকায়!
ঝড় আসুক না, তুমি থেকো তৈরি,
মোকাবেলা করে টিকতে হবে যে!
ঝড়ের কবলে সাহস রাখবে,
মনোবল যেন ভাঙে না তোমার।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৯/২০২০
সাইয়িদ রফিকুল হক
সাহসী গাছেরা ভাঙে না সহজে,
তারা টিকে থাকে সংগ্রাম করে।
তীব্র বাতাসেও তারা আশা রাখে
মাটিকে কামড়ে তবু বেঁচে থাকে!
ঝড়-ঝাপটাকে আলিঙ্গন করে
তারা হেলেদুলে আবার সাহসে
উঠে দাঁড়ায় যে একঝটকায়!
ঝড় আসুক না, তুমি থেকো তৈরি,
মোকাবেলা করে টিকতে হবে যে!
ঝড়ের কবলে সাহস রাখবে,
মনোবল যেন ভাঙে না তোমার।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুনজুরুল ইসলাম নাহিদ ০৯/০৯/২০২০সুন্দর
-
শরিফুল ইসলাম (1990) ০৮/০৯/২০২০সুন্দর লিখনী
-
অমিতাভ বড়ুয়া ০৮/০৯/২০২০দারুণ লেখনী
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০৯/২০২০দারুন
-
জাকির হোসেন `বিপ্লব' ০৮/০৯/২০২০খুব সুন্দর লেখনিতে ভরে যে মন।। হার্দিক ভাল বাসা রইল চিরন্তন প্রিয় কবিবর।।
-
আব্দুর রহমান আনসারী ০৮/০৯/২০২০চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/০৯/২০২০better
-
ফয়জুল মহী ০৭/০৯/২০২০উৎকৃষ্ট চিন্তার চয়ন ।