যীশুর গল্প
যীশুর গল্প
সাইয়িদ রফিকুল হক
যীশুর গল্প যে শুনেছি কত!
গির্জায় দেখেছি মানুষের ঢল!
এখনও তাঁর কত যে গৌরব!
মানুষের মাঝে তিনি অমর।
নিজের জীবন তুচ্ছ করেছেন
ভালোবেসেছেন সব মানুষকে।
পৃথিবীতে আজ যীশু-প্রয়োজন,
কবে আসবেন আমাদের যীশু?
যীশুর গল্প যে জীবনের গল্প,
যীশুর আদর্শ সব মানুষের।
এসো গল্প শুনি ঈসা মসীহের,
এসো ভালোবাসি ত্রাতা মসীহকে।
সাইয়িদ রফিকুল হক
০৫/০৯/২০২০
সাইয়িদ রফিকুল হক
যীশুর গল্প যে শুনেছি কত!
গির্জায় দেখেছি মানুষের ঢল!
এখনও তাঁর কত যে গৌরব!
মানুষের মাঝে তিনি অমর।
নিজের জীবন তুচ্ছ করেছেন
ভালোবেসেছেন সব মানুষকে।
পৃথিবীতে আজ যীশু-প্রয়োজন,
কবে আসবেন আমাদের যীশু?
যীশুর গল্প যে জীবনের গল্প,
যীশুর আদর্শ সব মানুষের।
এসো গল্প শুনি ঈসা মসীহের,
এসো ভালোবাসি ত্রাতা মসীহকে।
সাইয়িদ রফিকুল হক
০৫/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমিতাভ বড়ুয়া ০৮/০৯/২০২০কি দারুণ!
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৯/২০২০যীশুর শিক্ষা বড় আদর্শ।
-
আব্দুর রহমান আনসারী ০৭/০৯/২০২০সুন্দর চিত্র এঁকেছেন
-
ফয়জুল মহী ০৬/০৯/২০২০আপনার গল্প পড়তে গিয়ে গল্পের গভীরে হারিয়ে যাই ।