ক্রোধ ভুলে যাও
ক্রোধ ভুলে যাও
সাইয়িদ রফিকুল হক
ক্রোধ ভুলে যাও
আগুনে কেন হে
করবে তোমার হৃদয়ভস্ম?
মানুষ যে তুমি
ঘুরে দাঁড়াও হে
মানুষের মতো একটু বাঁচতে।
ক্রোধ হলো পাপ
সরাও তুমি হে
এই পাপতাপ হৃদয় থেকে।
ক্রোধ হলো শত্রু
শত্রুকে কেন হে
বসাবে তোমার হৃদয়খনিতে!
ক্রোধ ভুলে যাও
মানুষ হতে হে
জীবনে তোমার ফোটাও এবার
চিরসুন্দর বেহেশতি ফুল।
সাইয়িদ রফিকুল হক
০৩/০৯/২০২০
সাইয়িদ রফিকুল হক
ক্রোধ ভুলে যাও
আগুনে কেন হে
করবে তোমার হৃদয়ভস্ম?
মানুষ যে তুমি
ঘুরে দাঁড়াও হে
মানুষের মতো একটু বাঁচতে।
ক্রোধ হলো পাপ
সরাও তুমি হে
এই পাপতাপ হৃদয় থেকে।
ক্রোধ হলো শত্রু
শত্রুকে কেন হে
বসাবে তোমার হৃদয়খনিতে!
ক্রোধ ভুলে যাও
মানুষ হতে হে
জীবনে তোমার ফোটাও এবার
চিরসুন্দর বেহেশতি ফুল।
সাইয়িদ রফিকুল হক
০৩/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৪/০৯/২০২০
-
অমিতাভ স্বর্ণকার ০৪/০৯/২০২০ক্রোধ ও অহংকার সমাজে ভালোবাসার খোঁজ অব্যহত থাক।
শুভেচ্ছা নেবেন কবি। -
আব্দুর রহমান আনসারী ০৪/০৯/২০২০ক্রোধ নয় প্রেমেই বিশ্বজয় অসাধারণ লিখেছেন
-
ফয়জুল মহী ০৩/০৯/২০২০Excellent
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৯/২০২০Very Good.
-
আব্দুর রহমান আনসারী ০৩/০৯/২০২০দারুন
ক্রোধ হলো জীবনের সবচেয়ে বড় শত্রু।