কত লোভ
কত লোভ
সাইয়িদ রফিকুল হক
বেঁচে থাকতে মানুষের কত লোভ!
মরণ এলে কিছুই থাকে না হাতে!
মানুষ তবু সরে দাঁড়ায় না কখনো
লোভের পাপ-অগ্নিকুণ্ড থেকে।
মানুষগুলো বোকার মতো
মরেই যাচ্ছে ক্রমাগত।
চোখের ক্ষুধা মেটে নাকো আজ মানুষের
সবার চোখে কেমন যেন সাপের দৃষ্টি!
লোভীমানুষ দেখলেই গা-টা শিরশির করে ওঠে!
সাপের মতো খুব ঠাণ্ডা এদের শরীর!
আর মনটা লোভআগুনে পুড়ে ইস্পাতের মতো।
মানুষ তার মৃত্যুর তারিখ জানে না!
তবুও তার লোভ মেটে না সামান্য!
সাইয়িদ রফিকুল হক
০২/০৯/২০২০
সাইয়িদ রফিকুল হক
বেঁচে থাকতে মানুষের কত লোভ!
মরণ এলে কিছুই থাকে না হাতে!
মানুষ তবু সরে দাঁড়ায় না কখনো
লোভের পাপ-অগ্নিকুণ্ড থেকে।
মানুষগুলো বোকার মতো
মরেই যাচ্ছে ক্রমাগত।
চোখের ক্ষুধা মেটে নাকো আজ মানুষের
সবার চোখে কেমন যেন সাপের দৃষ্টি!
লোভীমানুষ দেখলেই গা-টা শিরশির করে ওঠে!
সাপের মতো খুব ঠাণ্ডা এদের শরীর!
আর মনটা লোভআগুনে পুড়ে ইস্পাতের মতো।
মানুষ তার মৃত্যুর তারিখ জানে না!
তবুও তার লোভ মেটে না সামান্য!
সাইয়িদ রফিকুল হক
০২/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৫/০৯/২০২০অনিদ্র সুন্দর সৃজন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/০৯/২০২০right
-
ফয়জুল মহী ০২/০৯/২০২০লেখা পড়ে বিমোহিত হলাম।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০২/০৯/২০২০লোভে পাপ, পাপে মৃত্যু।
-
আব্দুর রহমান আনসারী ০২/০৯/২০২০সুন্দর প্রকাশ