মানুষ সবচে দামি
মানুষ সবচে দামি
সাইয়িদ রফিকুল হক
ধর্ম তোমার আপন হলো
মানুষ হলো পর!
বিশ্বপ্রভুর দুনিয়াতে
তুমিই হবে জীবনদুঃখী।
মানুষ হলো সবচে দামি
চিরদিন যে মানুষরত্ন,
সেই মানুষ পর হয়েছে
তোমার তুচ্ছ ভাবনাতে!
মানুষ বড় ধর্ম থেকে—
এই কথা যে চিরসত্য,
মানুষ হলে মানবে মহাবাণী।
মানুষ সবার সেরা,
মানুষ সবচে দামি।
এসো সবাই ঝাঁপিয়ে পড়ি
আজকে থেকে মানবপ্রেমে।
সাইয়িদ রফিকুল হক
৩১/০৮/২০২০
সাইয়িদ রফিকুল হক
ধর্ম তোমার আপন হলো
মানুষ হলো পর!
বিশ্বপ্রভুর দুনিয়াতে
তুমিই হবে জীবনদুঃখী।
মানুষ হলো সবচে দামি
চিরদিন যে মানুষরত্ন,
সেই মানুষ পর হয়েছে
তোমার তুচ্ছ ভাবনাতে!
মানুষ বড় ধর্ম থেকে—
এই কথা যে চিরসত্য,
মানুষ হলে মানবে মহাবাণী।
মানুষ সবার সেরা,
মানুষ সবচে দামি।
এসো সবাই ঝাঁপিয়ে পড়ি
আজকে থেকে মানবপ্রেমে।
সাইয়িদ রফিকুল হক
৩১/০৮/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৩/০৯/২০২০অসাধারণ লেখনী
-
বোরহানুল ইসলাম লিটন ০১/০৯/২০২০মানব প্রেমই পরম ধর্ম।
-
ফয়জুল মহী ০১/০৯/২০২০100% right
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৯/২০২০right
-
আব্দুর রহমান আনসারী ০১/০৯/২০২০সঠিক
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩১/০৮/২০২০ঠিকই বলেছেন। মানুষই মহামূল্যবান।