বাঁচার পথ
বাঁচার পথ
সাইয়িদ রফিকুল হক
সত্য বলতে বুকটা কাঁপে,
মিথ্যা বলতে কত যে সুখ!
মানুষ এখন নিজের গলায়
নিজের পাপে পরছে বিরাট ফাঁসি,
তবুও দেখি এই পশুদের মুখে কত হাসি!
নিজের স্বার্থে, পরের স্বার্থে বলছে মানুষ মিথ্যা,
মিথ্যা বলে সুখ যে তারা করছে কত কামাই!
সুখের আশায় জীবনবাজি মিথ্যাপথে সদাই।
একবারও যে কেউ ভাবে না জীবন কীসের জন্য!
এই মানুষের বাঁচার কি পথ আজকে আছে কোনো?
সাইয়িদ রফিকুল হক
২৯/০৮/২০২০
সাইয়িদ রফিকুল হক
সত্য বলতে বুকটা কাঁপে,
মিথ্যা বলতে কত যে সুখ!
মানুষ এখন নিজের গলায়
নিজের পাপে পরছে বিরাট ফাঁসি,
তবুও দেখি এই পশুদের মুখে কত হাসি!
নিজের স্বার্থে, পরের স্বার্থে বলছে মানুষ মিথ্যা,
মিথ্যা বলে সুখ যে তারা করছে কত কামাই!
সুখের আশায় জীবনবাজি মিথ্যাপথে সদাই।
একবারও যে কেউ ভাবে না জীবন কীসের জন্য!
এই মানুষের বাঁচার কি পথ আজকে আছে কোনো?
সাইয়িদ রফিকুল হক
২৯/০৮/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমিতাভ স্বর্ণকার ০৩/০৯/২০২০
-
কে. পাল ৩১/০৮/২০২০Sundor
-
শ.ম. শহীদ ৩০/০৮/২০২০সুন্দর বোধের প্রকাশ।
মিথ্যে মানেই বালুচরে রাজপ্রাসাদ কখন ভেঙ্গে পড়বে কেউ জানে না।
শুভেচ্ছা ও ভালোবাসা কবির জন্য। -
Md. Jahangir Hossain ৩০/০৮/২০২০সত্য লিখেছেন কবি।
-
দীপঙ্কর বেরা ৩০/০৮/২০২০ভাল লিখেছেন
-
আলম সারওয়ার ৩০/০৮/২০২০অসাধারণ লিখনি কবি
-
শফিকুল মুহাম্মদ ইসলাম ৩০/০৮/২০২০Khub valo likhexhen priyo kobi
-
ফয়জুল মহী ২৯/০৮/২০২০লেখা পড়ে বিমোহিত হলাম।
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৮/২০২০অতি বাস্তবতার প্রতিফলন
মিথ্যে জড়িয়ে ঘুমায়
মিথ্যে দিয়ে ভুল ঢাকে ওরা
সর্বক্ষণ খুঁজে বেরায় মিথ্যে বলার উপায়।
খুব ভালো কবিতা। শুভেচ্ছা কবিকে