অনুভূতি—২
অনুভূতি—২
সাইয়িদ রফিকুল হক
পাথর গলে যায় মানুষেরই দুঃখে,
তবুও গলে নাকো পাথরের হৃদয়!
গড়ে উঠছে আজ পাষাণবক্ষের
পাষাণপ্রাচীর! মানুষের যন্ত্রণা
লাঘব হওয়ার কোনো উপায় নাই।
মানুষ-অনুভূতি মরে যাচ্ছে দ্রুত,
টিকে আছে এখন লোকদেখানো সব।
মানুষের হৃদয়ে আবার কবে জাগবে
সেইসব মধুর হৃদয়ানুভূতি!
সাইয়িদ রফিকুল হক
২৮/০৮/২০২০
সাইয়িদ রফিকুল হক
পাথর গলে যায় মানুষেরই দুঃখে,
তবুও গলে নাকো পাথরের হৃদয়!
গড়ে উঠছে আজ পাষাণবক্ষের
পাষাণপ্রাচীর! মানুষের যন্ত্রণা
লাঘব হওয়ার কোনো উপায় নাই।
মানুষ-অনুভূতি মরে যাচ্ছে দ্রুত,
টিকে আছে এখন লোকদেখানো সব।
মানুষের হৃদয়ে আবার কবে জাগবে
সেইসব মধুর হৃদয়ানুভূতি!
সাইয়িদ রফিকুল হক
২৮/০৮/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমিতাভ স্বর্ণকার ৩১/০৮/২০২০খুব সুন্দর
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৯/০৮/২০২০ভালোই।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৯/০৮/২০২০অসাধারণ
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ২৯/০৮/২০২০Sundor but shongkhiptoo
-
শফিকুল মুহাম্মদ ইসলাম ২৮/০৮/২০২০Valo laglo, priyo kobi
-
ফয়জুল মহী ২৮/০৮/২০২০অনেক কিছু জানা যায় লেখা পড়ে