স্বার্থের তসবিহ
স্বার্থের তসবিহ
সাইয়িদ রফিকুল হক
ধর্মের ধ্বজাধারীরা আজও ফেলে হিংসার জাল,
ধর্মের চাঁই সেজেছে আরও কত নির্লজ্জ মাতাল!
ভণ্ডের যুগে ভণ্ডামি দিনে-রাতে বাড়ছে সমানে,
শয়তানী-কুমন্ত্রণা কে যেন দিচ্ছে ঢেলে এদের কানে!
পাপীদের মুখে শুনি নিত্যনতুন লাভের ধর্মকথা,
সত্যইতিহাস নয়, ভণ্ডামি এখন সমাজপ্রথা!
তবু দেখি না আজও সাহসী মানুষের একটি মুখ,
সবাই যেন এখন স্বার্থের তসবিহতে পেতে চায় সুখ!
স্বার্থনেশায় পরাস্ত মানুষ-মানবতার অমূল্য ধর্ম,
সবখানে আজ দেখি বিবেকহীন পশুর শুধু চর্ম!
স্বার্থের ঝোলা টানতে অনেকেই এখন ভীষণ অন্ধ,
সমাজ টিকবে কিনা—এসব ভেবে-ভেবে মনে লাগে দ্বন্দ্ব।
শিল্প-সাহিত্য আজ কি চিরতরে চলে গেছে নির্বাসনে?
সত্য ভুলে মিথ্যা ধরে কী লাভ হবে আজ মধুর ভাষণে!
মানুষের বিবেকটা আজকে দেখি ঝুলছে মাকালফলের মতো,
কোনো লাভ হবে নাকো স্বার্থের তসবিহটা হাতে থাকলে শত।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৮/২০২০
সাইয়িদ রফিকুল হক
ধর্মের ধ্বজাধারীরা আজও ফেলে হিংসার জাল,
ধর্মের চাঁই সেজেছে আরও কত নির্লজ্জ মাতাল!
ভণ্ডের যুগে ভণ্ডামি দিনে-রাতে বাড়ছে সমানে,
শয়তানী-কুমন্ত্রণা কে যেন দিচ্ছে ঢেলে এদের কানে!
পাপীদের মুখে শুনি নিত্যনতুন লাভের ধর্মকথা,
সত্যইতিহাস নয়, ভণ্ডামি এখন সমাজপ্রথা!
তবু দেখি না আজও সাহসী মানুষের একটি মুখ,
সবাই যেন এখন স্বার্থের তসবিহতে পেতে চায় সুখ!
স্বার্থনেশায় পরাস্ত মানুষ-মানবতার অমূল্য ধর্ম,
সবখানে আজ দেখি বিবেকহীন পশুর শুধু চর্ম!
স্বার্থের ঝোলা টানতে অনেকেই এখন ভীষণ অন্ধ,
সমাজ টিকবে কিনা—এসব ভেবে-ভেবে মনে লাগে দ্বন্দ্ব।
শিল্প-সাহিত্য আজ কি চিরতরে চলে গেছে নির্বাসনে?
সত্য ভুলে মিথ্যা ধরে কী লাভ হবে আজ মধুর ভাষণে!
মানুষের বিবেকটা আজকে দেখি ঝুলছে মাকালফলের মতো,
কোনো লাভ হবে নাকো স্বার্থের তসবিহটা হাতে থাকলে শত।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৮/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শফিকুল মুহাম্মদ ইসলাম ২৯/০৮/২০২০Osadharon lekha, bisomito holam, priyo kobi
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৮/০৮/২০২০Fantastic.
-
বোরহানুল ইসলাম লিটন ২৮/০৮/২০২০মিথ্যা দম্ভের কাছে সত্য আজ বড় অসহায় প্রিয় কবি।
-
কুমারেশ সরদার ২৮/০৮/২০২০বাস্তব সত্য
-
আব্দুর রহমান আনসারী ২৮/০৮/২০২০মনলোভা
-
ফয়জুল মহী ২৭/০৮/২০২০মনোরম লেখা ।