অধরা স্বপ্ন
অধরা স্বপ্ন
সাইয়িদ রফিকুল হক
মনে স্বপ্ন ছিল খুব বিরাট
ভাবনা ছিল না,
তবুও অধরা রয়ে গেল স্বপ্ন!
সামনে এগুবো, পিছনফিরে
তাকাবো না আর কখনো,
মনকে বলেছি তাই শুধু রোজ,
তবুও যে স্বপ্ন রয়ে গেল অধরা!
কোনো স্বপ্ন আজো পাইনি খুঁজে,
একটা স্বপ্নও কথা বলেনি
মনের ভুলে আমার সঙ্গে!
তবুও জীবনে দেখেছি স্বপ্ন!
সবখানে শুধু ব্যর্থতার গ্লানি।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৮/২০২০
সাইয়িদ রফিকুল হক
মনে স্বপ্ন ছিল খুব বিরাট
ভাবনা ছিল না,
তবুও অধরা রয়ে গেল স্বপ্ন!
সামনে এগুবো, পিছনফিরে
তাকাবো না আর কখনো,
মনকে বলেছি তাই শুধু রোজ,
তবুও যে স্বপ্ন রয়ে গেল অধরা!
কোনো স্বপ্ন আজো পাইনি খুঁজে,
একটা স্বপ্নও কথা বলেনি
মনের ভুলে আমার সঙ্গে!
তবুও জীবনে দেখেছি স্বপ্ন!
সবখানে শুধু ব্যর্থতার গ্লানি।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৮/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শফিকুল মুহাম্মদ ইসলাম ২৮/০৮/২০২০তবুও মানুষ স্বপ্ন দেখে আমৃত্যুকাল। মানুষ যে স্বপ্ন নিয়েই বেচে থাকে পৃথিবীতে, যদিও তা নিয়তির নির্মম পরিহাসে ব্যার্থ হয়। অসাধারণ লিখনী ভালো লেগেছে প্রিয় কবি।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৭/০৮/২০২০অধরাকে ধরতেই তো জীবনের আয়োজন
অসফলতার পরেই তো সফলতার প্রয়োজন।
কবিকে শুভেচ্ছা জানাই। -
অমিতাভ স্বর্ণকার ২৬/০৮/২০২০ভালো
-
এম. মাহবুব মুকুল ২৬/০৮/২০২০দারুণ। ভালোলেগেছে।
-
ফয়জুল মহী ২৬/০৮/২০২০স্নিগ্ধোজ্জ্বল লেখনী
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/০৮/২০২০চমৎকার লিখেছেন।