খাল কেটেছ কুমির এনেছ
খাল কেটেছ কুমির এনেছ
সাইয়িদ রফিকুল হক
খাল কেটেছ কুমির এনেছ,
কুমির-সঙ্গে খেলা করেছ!
সবই তুমি করেছ।
তোমার খালে তুমি ডুবেছ,
খাল-কুমির তোমাকে খেয়েছে!
কে কী বলেছে? সবাই শুধু দেখেছে।
তোমার খালে তুমি ডুবেছ,
খাল-কুমির তোমাকে খেয়েছে!
আরও খাবে তোমার বংশকে।
খাল কেট না পরের জন্য,
খাল কারও কথা শোনে না,
তোমার কাটা নিষ্ঠুর খালে পড়বে তুমি।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৮/২০২০
সাইয়িদ রফিকুল হক
খাল কেটেছ কুমির এনেছ,
কুমির-সঙ্গে খেলা করেছ!
সবই তুমি করেছ।
তোমার খালে তুমি ডুবেছ,
খাল-কুমির তোমাকে খেয়েছে!
কে কী বলেছে? সবাই শুধু দেখেছে।
তোমার খালে তুমি ডুবেছ,
খাল-কুমির তোমাকে খেয়েছে!
আরও খাবে তোমার বংশকে।
খাল কেট না পরের জন্য,
খাল কারও কথা শোনে না,
তোমার কাটা নিষ্ঠুর খালে পড়বে তুমি।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৮/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ১০/০৮/২০২০ভালো
-
Md. Rayhan Kazi ১০/০৮/২০২০অনন্য লেখনশৈলী আবির্ভূত হয়ে গেলাম।
-
আব্দুর রহমান আনসারী ০৭/০৮/২০২০ভালো
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৮/২০২০খুবই বাস্তব কবিতা।
-
ফয়জুল মহী ০৭/০৮/২০২০অনন্যসাধারণ ভাবে অনুপম লেখা l
-
পি পি আলী আকবর ০৭/০৮/২০২০সুন্দর