সাপ কখনো বন্ধু হয় না
সাপ কখনো বন্ধু হয় না
সাইয়িদ রফিকুল হক
সাপ পোষ মানলেও
সাপের বিষ কমে না!
সাপকে পোষ মানায়
কতকগুলো নির্বোধ!
সাপের সঙ্গে বন্ধুত্ব
তাই কখনো হয় না।
নির্বোধের আচরণ
অনুসরণ কোরো না।
আজকাল অনেকেই
সাপের সঙ্গে সখ্যতা
গড়ে বড় হতে চায়,
কিন্তু মৃত্যু হয় ছোবলে!
সাইয়িদ রফিকুল হক
০৬/০৮/২০২০
সাইয়িদ রফিকুল হক
সাপ পোষ মানলেও
সাপের বিষ কমে না!
সাপকে পোষ মানায়
কতকগুলো নির্বোধ!
সাপের সঙ্গে বন্ধুত্ব
তাই কখনো হয় না।
নির্বোধের আচরণ
অনুসরণ কোরো না।
আজকাল অনেকেই
সাপের সঙ্গে সখ্যতা
গড়ে বড় হতে চায়,
কিন্তু মৃত্যু হয় ছোবলে!
সাইয়িদ রফিকুল হক
০৬/০৮/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৯/০৮/২০২০অনন্য লেখনশৈলী আবির্ভূত হয়ে গেলাম পড়ে।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৮/২০২০চিরন্তন কথা।
-
রূপক কুমার রক্ষিত ০৭/০৮/২০২০বাস্তব প্রিয় কবি।
-
ফয়জুল মহী ০৬/০৮/২০২০বাহ চমকপ্রদ ভাবনায় মাধুর্যমণ্ডিত প্রকাশ।
-
আব্দুর রহমান আনসারী ০৬/০৮/২০২০এক্কেবারে বাস্তব বলেছেন