ভণ্ডামি—১
ভণ্ডামি—১
সাইয়িদ রফিকুল হক
সত্যকে মাটিচাপা দিয়ে
মিথ্যাকে ধারণ করলে!
বেড়ে গেল বুকের বল।
সাদাকে কালো করে দিয়ে
কালোকে যে বললে সাদা!
সবাই করবে প্রশংসা।
ভণ্ডামি এখন জায়েজ!
এসব আজ শিল্পকর্ম,
আর সত্য বলা যে পাপ।
কবে শুনবো আচমকা:
শুয়োরেরও জন্মদিন!
বড় শুয়োর কাটে কেক!
মিথ্যা বলে যাও সহাস্যে
সত্যের টুঁটি চেপে ধরে,
তুমি হবে দেশের মাথা!
সাইয়িদ রফিকুল হক
০৪/০৮/২০২০
সাইয়িদ রফিকুল হক
সত্যকে মাটিচাপা দিয়ে
মিথ্যাকে ধারণ করলে!
বেড়ে গেল বুকের বল।
সাদাকে কালো করে দিয়ে
কালোকে যে বললে সাদা!
সবাই করবে প্রশংসা।
ভণ্ডামি এখন জায়েজ!
এসব আজ শিল্পকর্ম,
আর সত্য বলা যে পাপ।
কবে শুনবো আচমকা:
শুয়োরেরও জন্মদিন!
বড় শুয়োর কাটে কেক!
মিথ্যা বলে যাও সহাস্যে
সত্যের টুঁটি চেপে ধরে,
তুমি হবে দেশের মাথা!
সাইয়িদ রফিকুল হক
০৪/০৮/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৫/০৮/২০২০খুবই সুন্দর
-
ফয়জুল মহী ০৪/০৮/২০২০নৈসর্গিক প্রতিভায় নান্দনিক ও সুনিপুন প্রকাশ
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/০৮/২০২০ভালোই হয়েছে।
-
আব্দুর রহমান আনসারী ০৪/০৮/২০২০দারুন লিখেছেন