মদনগুলো—২
মদনগুলো—২
সাইয়িদ রফিকুল হক
মদনগুলো ব্যস্ত এখন ফালতু কাজে,
তাইতো এরা ডুবে আছে টক-শো-মাঝে!
এদের নিজের নাই যে কোনো চরিত্র,
বড়মুখে ফাসাদ করে এরাই দেখি নিত্য!
মানুষজনের ভালো দেখে সইতে এরা পারে না,
মিথ্যাকথা গোপন করে সত্য এরা বলতে পারে না।
এদের মনে যখন যা আসে তাই বলে দেয় গর্বে,
ভাবখানা যে এমনতর—এসব বলে যাবে এরা স্বর্গে!
বাংলাদেশে নিত্যনতুন হরেকরকম আছে কত মদন,
বুদ্ধি-বিবেক ব্যবহারেও কখনো যে হয় না এরা শোধন।
দেখতে এরা মানুষ হলেও ভিতরটা যে খুব পশুত্বে ভরা,
গাছবাঁদরের স্বভাব দিয়ে সবসময়ে জীবন এদের গড়া।
মদনগুলো ব্যস্ত এখন নিজের লাভের হিসাব কষতে,
তাইতে দেখি মগ্ন এরা পয়সাওয়ালার পা চুষতে।
নিজের লাভে দেশক্ষতিতে পায় না এরা ভয়,
হাতে নগদ টাকা পেলে এদের পেটে সবই সয়।
সাইয়িদ রফিকুল হক
০৩/০৮/২০২০
সাইয়িদ রফিকুল হক
মদনগুলো ব্যস্ত এখন ফালতু কাজে,
তাইতো এরা ডুবে আছে টক-শো-মাঝে!
এদের নিজের নাই যে কোনো চরিত্র,
বড়মুখে ফাসাদ করে এরাই দেখি নিত্য!
মানুষজনের ভালো দেখে সইতে এরা পারে না,
মিথ্যাকথা গোপন করে সত্য এরা বলতে পারে না।
এদের মনে যখন যা আসে তাই বলে দেয় গর্বে,
ভাবখানা যে এমনতর—এসব বলে যাবে এরা স্বর্গে!
বাংলাদেশে নিত্যনতুন হরেকরকম আছে কত মদন,
বুদ্ধি-বিবেক ব্যবহারেও কখনো যে হয় না এরা শোধন।
দেখতে এরা মানুষ হলেও ভিতরটা যে খুব পশুত্বে ভরা,
গাছবাঁদরের স্বভাব দিয়ে সবসময়ে জীবন এদের গড়া।
মদনগুলো ব্যস্ত এখন নিজের লাভের হিসাব কষতে,
তাইতে দেখি মগ্ন এরা পয়সাওয়ালার পা চুষতে।
নিজের লাভে দেশক্ষতিতে পায় না এরা ভয়,
হাতে নগদ টাকা পেলে এদের পেটে সবই সয়।
সাইয়িদ রফিকুল হক
০৩/০৮/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৪/০৮/২০২০মনোমুগ্ধকর লেখনী
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০৮/২০২০সত্য উচ্চারণ।সুন্দর।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৮/২০২০খুব সুন্দর কবি।
-
ফয়জুল মহী ০৩/০৮/২০২০মনোমুগ্ধকর কথামালায় প্রতিশ্রুতিশীল লেখা । কোমল পরশে শ্রুতিমধুর চয়ন।