আপন-পর—২
আপন-পর—২
সাইয়িদ রফিকুল হক
তোমার যে আপন বেশি
তারে আছো তুমি ভুলে,
সামনে ফেলে পিছনফিরে
কারে দেখ চোখ তুলে?
আপন-পর আজও তুমি
পারলে নাকো চিনতে,
অনেক টাকায় পারো শুধু
মুখরোচক খাবার কিনতে!
সবচে আপন জনকে এবার
নিতে হবে একটু চিনে,
তাইলে তুমি সুখী হবে
সারাবিশ্বের সুখ কিনে।
সাইয়িদ রফিকুল হক
০২/০৮/২০২০
সাইয়িদ রফিকুল হক
তোমার যে আপন বেশি
তারে আছো তুমি ভুলে,
সামনে ফেলে পিছনফিরে
কারে দেখ চোখ তুলে?
আপন-পর আজও তুমি
পারলে নাকো চিনতে,
অনেক টাকায় পারো শুধু
মুখরোচক খাবার কিনতে!
সবচে আপন জনকে এবার
নিতে হবে একটু চিনে,
তাইলে তুমি সুখী হবে
সারাবিশ্বের সুখ কিনে।
সাইয়িদ রফিকুল হক
০২/০৮/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৪/০৮/২০২০কথাগুলো অসাধারণ ছিলো। লিখনীতে মুগ্ধতা ভরপুর ছিলো।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০২/০৮/২০২০অসাধারণ
-
ফয়জুল মহী ০২/০৮/২০২০Excellent.
-
আব্দুর রহমান আনসারী ০২/০৮/২০২০এমনই হয়