মনের পশু বধ
মনের পশু বধ
সাইয়িদ রফিকুল হক
গোশতো খাওয়ার কুরবানিতে
থাকবো নারে ভাই,
মনের পশু বধ করে আজ
শান্তি কী যে পাই।
প্রভুর দিদার চাইতে গিয়ে
করবো নাকো লোভ,
সরল পথে সারাজীবন
থাকবে নাকো ক্ষোভ!
ঈদের খুশি সবাই মিলে
করবো সারাজীবন,
স্বার্থলোভীর ঈদ হয় না
ধর্মে এসব বারণ।
গোশতো খাওয়ার ফুর্তি করে
করিস নাকো কুরবানি,
মনের পশু বধ করিতে
শুনিছ ধর্মবাণী।
সাইয়িদ রফিকুল হক
০১/০৮/২০২০
সাইয়িদ রফিকুল হক
গোশতো খাওয়ার কুরবানিতে
থাকবো নারে ভাই,
মনের পশু বধ করে আজ
শান্তি কী যে পাই।
প্রভুর দিদার চাইতে গিয়ে
করবো নাকো লোভ,
সরল পথে সারাজীবন
থাকবে নাকো ক্ষোভ!
ঈদের খুশি সবাই মিলে
করবো সারাজীবন,
স্বার্থলোভীর ঈদ হয় না
ধর্মে এসব বারণ।
গোশতো খাওয়ার ফুর্তি করে
করিস নাকো কুরবানি,
মনের পশু বধ করিতে
শুনিছ ধর্মবাণী।
সাইয়িদ রফিকুল হক
০১/০৮/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/০৮/২০২০ভালো লেখনি।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০২/০৮/২০২০অত্যন্ত সুন্দর কথার মেলা,,,অসাধারন
-
ফয়জুল মহী ০১/০৮/২০২০সুশোভিত ও সৌন্দর্যময় কথামালা । উৎকৃষ্ট চিন্তার চয়ন ।