চারিদিকে বিপদ
চারিদিকে বিপদ
সাইয়িদ রফিকুল হক
একদিকে করোনা আরেক দিকে বন্যা,
বাংলাদেশে এখন আশীর্বাদ অনন্যা!
মানুষের বুকের ব্যথা কমার আগেই
বাড়ছে নিত্যনতুন ব্যথা।
চারিদিকে এখন বিপদ ভাসমান
জনপদে বিপদ এখন বাড়ছে,
মানুষের জীবনে স্বস্তি নাই কোনো,
পালাবার পথও নাই মানুষের।
আঘাত-ব্যভিচারে ভেঙে পড়ছে মন,
স্বস্তিতে নাই কোনো আত্মীয়স্বজন।
বিরান হতে যাচ্ছে মানুষের জনপদ,
চারিদিকে বিপদ—কী আছে প্রভুর মনে?
সাইয়িদ রফিকুল হক
৩১/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
একদিকে করোনা আরেক দিকে বন্যা,
বাংলাদেশে এখন আশীর্বাদ অনন্যা!
মানুষের বুকের ব্যথা কমার আগেই
বাড়ছে নিত্যনতুন ব্যথা।
চারিদিকে এখন বিপদ ভাসমান
জনপদে বিপদ এখন বাড়ছে,
মানুষের জীবনে স্বস্তি নাই কোনো,
পালাবার পথও নাই মানুষের।
আঘাত-ব্যভিচারে ভেঙে পড়ছে মন,
স্বস্তিতে নাই কোনো আত্মীয়স্বজন।
বিরান হতে যাচ্ছে মানুষের জনপদ,
চারিদিকে বিপদ—কী আছে প্রভুর মনে?
সাইয়িদ রফিকুল হক
৩১/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০১/০৮/২০২০শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। ঈদ মোবারক।
-
ফয়জুল মহী ৩১/০৭/২০২০সুখময় হোক বিচরণ ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩১/০৭/২০২০একদিকে বন্যা
অন্যদিকে করোনা
জীবন যে চলে না
বিপদ কেন কাটে না। -
কুমারেশ সরদার ৩১/০৭/২০২০সুন্দর