মহাশিল্পীর রঙতুলি
মহাশিল্পীর রঙতুলি
সাইয়িদ রফিকুল হক
রকমারি ফুল ফুটেছে পথের পাশে,
কেউবা দেখে, কেউবা তুলে নিচ্ছে হাতে,
আবার কেউবা ভালোবেসে মধুর হাস্যে
একটু বসে সবুজ দুব্বা ঘাসে।
ঘর ছেড়ে আজ কে যেন গো বসিয়েছে
সবুজ ঘাসে ভালোবাসার মিলনমেলা,
রোদে ভরা খুব সকালে ফুলপাখিদের কতরকম খেলা!
পাখিরা সব গলা ছেড়ে গান গায় সুখে,
ওপারের ওই ছোট্ট মাঠে ছেলেরা যে খেলছে ডাংগুলি,
আজ প্রকৃতির নরম বুকে পরশ বুলায় মহাশিল্পীর রঙতুলি।
কী যে সুন্দর আজ পৃথিবীর এই অকৃত্রিম হাসি!
মন বলে তাই, হে পৃথিবী, তোমাকে খুব ভালোবাসি।
সাইয়িদ রফিকুল হক
২৮/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
রকমারি ফুল ফুটেছে পথের পাশে,
কেউবা দেখে, কেউবা তুলে নিচ্ছে হাতে,
আবার কেউবা ভালোবেসে মধুর হাস্যে
একটু বসে সবুজ দুব্বা ঘাসে।
ঘর ছেড়ে আজ কে যেন গো বসিয়েছে
সবুজ ঘাসে ভালোবাসার মিলনমেলা,
রোদে ভরা খুব সকালে ফুলপাখিদের কতরকম খেলা!
পাখিরা সব গলা ছেড়ে গান গায় সুখে,
ওপারের ওই ছোট্ট মাঠে ছেলেরা যে খেলছে ডাংগুলি,
আজ প্রকৃতির নরম বুকে পরশ বুলায় মহাশিল্পীর রঙতুলি।
কী যে সুন্দর আজ পৃথিবীর এই অকৃত্রিম হাসি!
মন বলে তাই, হে পৃথিবী, তোমাকে খুব ভালোবাসি।
সাইয়িদ রফিকুল হক
২৮/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৯/০৭/২০২০অত্যন্ত ভালো বুননে লিখা
-
Md. Rayhan Kazi ২৯/০৭/২০২০মুগ্ধতা ভরে গেল আমার অন্তর।
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৭/২০২০ভালো
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৮/০৭/২০২০Fantastic.
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৮/০৭/২০২০সুন্দর হয়েছে।