তুচ্ছ সবই
তুচ্ছ সবই
সাইয়িদ রফিকুল হক
অনেক দিনের বিরাট আশা
ডুবে গেল মুহূর্তে!
কোনোকিছুই স্থায়ী নয় যে
মায়াভরা মর্তে্য।
শুধু দেখি রঙিন আলো
জ্বলছে চারিপাশে,
সবকিছু আজ খাচ্ছে গিলে
ধড়িবাজ বাগডাসে!
সিংহগুলো কোথায় গেল
পাই না খুঁজে আর!
খেঁকশিয়ালে খুব সাহসে
পোষে কত ভাঁড়!
জীবন-মানে পাই না খুঁজে
তেমনকিছু আজ,
দীনদুনিয়ার সবই তুচ্ছ
মিথ্যা সকল সাজ।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
অনেক দিনের বিরাট আশা
ডুবে গেল মুহূর্তে!
কোনোকিছুই স্থায়ী নয় যে
মায়াভরা মর্তে্য।
শুধু দেখি রঙিন আলো
জ্বলছে চারিপাশে,
সবকিছু আজ খাচ্ছে গিলে
ধড়িবাজ বাগডাসে!
সিংহগুলো কোথায় গেল
পাই না খুঁজে আর!
খেঁকশিয়ালে খুব সাহসে
পোষে কত ভাঁড়!
জীবন-মানে পাই না খুঁজে
তেমনকিছু আজ,
দীনদুনিয়ার সবই তুচ্ছ
মিথ্যা সকল সাজ।
সাইয়িদ রফিকুল হক
২৭/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৯/০৭/২০২০অত্যন্ত পরিপূর্ণ লেখনী
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/০৭/২০২০best
-
ফয়জুল মহী ২৭/০৭/২০২০সৌন্দর্যময় কথামালা ।
-
ইবনে মিজান ২৭/০৭/২০২০ছন্দময়
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৭/২০২০Very Nice.