আসল ঘটনা
আসল ঘটনা
সাইয়িদ রফিকুল হক
অথৈ জলে ভাসছে মানুষ
কাকে দিবো দোষ?
আসলে যে আমরা সবাই
তাড়াই বনের মোষ!
নিজের ভালো কেউ বুঝি না
ভাগ্য চিনি শুধু,
আসল সবই ফেলে দিয়ে
খাচ্ছি যষ্ঠিমধু!
বানের জলে ডুবছে মানুষ
ডুবছে কত ফসল!
তবু দেখি কেউ বোঝে না
ঘটনাটা আসল!
সাইয়িদ রফিকুল হক
২৬/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
অথৈ জলে ভাসছে মানুষ
কাকে দিবো দোষ?
আসলে যে আমরা সবাই
তাড়াই বনের মোষ!
নিজের ভালো কেউ বুঝি না
ভাগ্য চিনি শুধু,
আসল সবই ফেলে দিয়ে
খাচ্ছি যষ্ঠিমধু!
বানের জলে ডুবছে মানুষ
ডুবছে কত ফসল!
তবু দেখি কেউ বোঝে না
ঘটনাটা আসল!
সাইয়িদ রফিকুল হক
২৬/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৭/০৭/২০২০খুব ভালো
-
Md. Rayhan Kazi ২৭/০৭/২০২০অনন্য বৈশিষ্টমন্ডিত লেখনী
-
ফয়জুল মহী ২৬/০৭/২০২০অসামান্য ও অতুলীয়