চোখের আলো নিভে গেলে
চোখের আলো নিভে গেলে
সাইয়িদ রফিকুল হক
চোখের আলো থাকতেও তুমি
অন্ধ হলে কেমন করে!
স্বর্গের সিঁড়ি যায় না দেখা
পাপের রশি ধরে।
মনের ভিতর যাদের অনেক
জমে থাকে পাপ,
বাইরে তারা মানুষ হলেও
ভিতরে যে সাপ!
চোখের আলো নিভে গেলে
দিনে-দিনে বাড়ে শুধু লোভ,
পাপের পথে আসে নাকো পুণ্য
বাড়ে শুধু ক্ষোভ!
ভালোবাসার হৃদয়ভূমি
ভরে দাও গো রৌশনিতে,
সুন্দর চোখের মানুষ তুমি
হতে পারবে পৃথিবীতে।
চোখের আলো নিভে গেলে
বাড়াও তোমার মনের আলো,
পুণ্যজলে গোসল করে
দেখবে জগত কত ভালো!
সাইয়িদ রফিকুল হক
২৪/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
চোখের আলো থাকতেও তুমি
অন্ধ হলে কেমন করে!
স্বর্গের সিঁড়ি যায় না দেখা
পাপের রশি ধরে।
মনের ভিতর যাদের অনেক
জমে থাকে পাপ,
বাইরে তারা মানুষ হলেও
ভিতরে যে সাপ!
চোখের আলো নিভে গেলে
দিনে-দিনে বাড়ে শুধু লোভ,
পাপের পথে আসে নাকো পুণ্য
বাড়ে শুধু ক্ষোভ!
ভালোবাসার হৃদয়ভূমি
ভরে দাও গো রৌশনিতে,
সুন্দর চোখের মানুষ তুমি
হতে পারবে পৃথিবীতে।
চোখের আলো নিভে গেলে
বাড়াও তোমার মনের আলো,
পুণ্যজলে গোসল করে
দেখবে জগত কত ভালো!
সাইয়িদ রফিকুল হক
২৪/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৬/০৭/২০২০অসাধারণ কথামালা। শুভকামনা রইলো প্রিয়।
-
আব্দুর রহমান আনসারী ২৬/০৭/২০২০অপূর্ব
-
অমিতাভ স্বর্ণকার ২৫/০৭/২০২০সুন্দর লিখেছেন
-
ফয়জুল মহী ২৪/০৭/২০২০দারুণ প্রকাশ ।