সাহায্য
সাহায্য
সাইয়িদ রফিকুল হক
শুয়োরের কাছে মানুষ কি চায় সাহায্য?
সাহায্য কি পায় মানুষ কখনো
বন্য শুয়োরের কাছ থেকে?
মানুষ হইলে সাহায্য চাইবে মানুষের কাছে,
মানুষই পারে শুধু মানুষকে সাহায্য করতে।
মানুষ হইলে ভালোবেসো তুমি সব মানুষকে,
মানুষের হাত ভরে দিয়ো তুমি ভালোবাসায়,
মানুষ ব্যতীত মানুষের পাশে আর কে দাঁড়াবে?
জগতসংসারে মানুষই শুধু মানুষের বন্ধু—
শুয়োরের কাছে হাত পেতো নাকো—তুমি মানুষ।
সাইয়িদ রফিকুল হক
২২/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
শুয়োরের কাছে মানুষ কি চায় সাহায্য?
সাহায্য কি পায় মানুষ কখনো
বন্য শুয়োরের কাছ থেকে?
মানুষ হইলে সাহায্য চাইবে মানুষের কাছে,
মানুষই পারে শুধু মানুষকে সাহায্য করতে।
মানুষ হইলে ভালোবেসো তুমি সব মানুষকে,
মানুষের হাত ভরে দিয়ো তুমি ভালোবাসায়,
মানুষ ব্যতীত মানুষের পাশে আর কে দাঁড়াবে?
জগতসংসারে মানুষই শুধু মানুষের বন্ধু—
শুয়োরের কাছে হাত পেতো নাকো—তুমি মানুষ।
সাইয়িদ রফিকুল হক
২২/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৪/০৭/২০২০অনন্য লেখনশৈলী
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/০৭/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ২২/০৭/২০২০সুন্দর লেখা । ভালো লাগলো