স্বপ্নরঙিন ডানা
স্বপ্নরঙিন ডানা
সাইয়িদ রফিকুল হক
উড়তে গেলে পাবে নাকো স্বপ্নরঙিন ডানা,
কিন্তু তোমার মনজগতে উড়াউড়ির
নেই যে কোনো মানা।
উড়তে তুমি পারবে অনেক সঙ্গী করো বই,
এমন ডানা হাতের কাছে—আমরা তবুও কেন বসে রই!
বই না হলে সারাদিন যে থাকে অলস পড়ে,
একটা মধুর বইয়ের ছোঁওয়ায় মনটা ওঠে ভরে।
বইয়ের জগত মনোজগত গড়তে হবে পুণ্যে,
নইলে তোমার বিরাট জীবন ভাসবে শুধু শূন্যে!
সব মানুষের একই দশা নাই যে কারও ডানা,
কিন্তু বইয়ের স্বগ্যরাজ্য উড়তে তোমায় করবে নাকো মানা।
কঠিন রোগের ওষুধ তুমি পাচ্ছো নাকো বিশ্বে কোথাও খুঁজে,
অনেক জটিল ব্যাধি তোমার সারবে বন্ধু, বইটা ধর চক্ষু বুজে!
নতুন বইয়ের নতুন গন্ধে পাবে তুমি স্বপ্নরঙিন ডানা,
হাজার বইয়ের বিশাল রাজ্যে উড়তে তোমায় কেউ করে না মানা।
সাইয়িদ রফিকুল হক
২০/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
উড়তে গেলে পাবে নাকো স্বপ্নরঙিন ডানা,
কিন্তু তোমার মনজগতে উড়াউড়ির
নেই যে কোনো মানা।
উড়তে তুমি পারবে অনেক সঙ্গী করো বই,
এমন ডানা হাতের কাছে—আমরা তবুও কেন বসে রই!
বই না হলে সারাদিন যে থাকে অলস পড়ে,
একটা মধুর বইয়ের ছোঁওয়ায় মনটা ওঠে ভরে।
বইয়ের জগত মনোজগত গড়তে হবে পুণ্যে,
নইলে তোমার বিরাট জীবন ভাসবে শুধু শূন্যে!
সব মানুষের একই দশা নাই যে কারও ডানা,
কিন্তু বইয়ের স্বগ্যরাজ্য উড়তে তোমায় করবে নাকো মানা।
কঠিন রোগের ওষুধ তুমি পাচ্ছো নাকো বিশ্বে কোথাও খুঁজে,
অনেক জটিল ব্যাধি তোমার সারবে বন্ধু, বইটা ধর চক্ষু বুজে!
নতুন বইয়ের নতুন গন্ধে পাবে তুমি স্বপ্নরঙিন ডানা,
হাজার বইয়ের বিশাল রাজ্যে উড়তে তোমায় কেউ করে না মানা।
সাইয়িদ রফিকুল হক
২০/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২১/০৭/২০২০সুন্দর
-
পি পি আলী আকবর ২১/০৭/২০২০ভালোই
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২১/০৭/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ২০/০৭/২০২০অনিন্দ্য সুন্দর লেখনী । অনবদ্য প্রকাশ।l