ধর্মফুলের সুবাস নিতে
ধর্মফুলের সুবাস নিতে
সাইয়িদ রফিকুল হক
ধর্মফুলের সুবাস নিতে হচ্ছে সবাই পাগল,
মনের ভুলে রাখলে খুলে মনমন্দিরের আগল!
সদর দরজা খোলা পেয়ে ঢুকছে কত তস্কর,
এদের মন যে আঁধারকালো—দেয় না দেখা ভাস্কর!
পুণ্যপথের যাত্রী হয়ে যায় না কেহ জাহান্নামে,
ভণ্ডগুলো পায় না দেখা ফুল-বেহেশতের পরিণামে!
ধর্মফুলে মধুপ আছে—আরও দেখি কত জাতের বল্লা!
এই পাপীরা ধর্মকথায় কাটতে পারে মানুষজনের কল্লা।
পাপের পথে পাপই পাবে—হোক না যত আয়োজন,
ধর্মফুলে বাঁদরগুলোর নেই যে কোনো প্রয়োজন।
ফুলের কদর এই দুনিয়ায় সবাই কি আর বুঝতে পারে ভাই!
লেবাসধারী পাপীগুলোর ধর্মফুলে প্রয়োজন যে নাই।
ধর্মফুলের সুবাস নিতে হচ্ছে সবাই পাগল,
কিন্তু বন্ধু মনের ঘরে শক্ত রেখো আগল।
বিবেক তোমার রুদ্ধ করে খুলবে নাকো মন,
তাইলে বন্ধু বিষাক্ত কীট কামড়ে খাবে তোমার আসল ধন।
সাইয়িদ রফিকুল হক
১৭/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
ধর্মফুলের সুবাস নিতে হচ্ছে সবাই পাগল,
মনের ভুলে রাখলে খুলে মনমন্দিরের আগল!
সদর দরজা খোলা পেয়ে ঢুকছে কত তস্কর,
এদের মন যে আঁধারকালো—দেয় না দেখা ভাস্কর!
পুণ্যপথের যাত্রী হয়ে যায় না কেহ জাহান্নামে,
ভণ্ডগুলো পায় না দেখা ফুল-বেহেশতের পরিণামে!
ধর্মফুলে মধুপ আছে—আরও দেখি কত জাতের বল্লা!
এই পাপীরা ধর্মকথায় কাটতে পারে মানুষজনের কল্লা।
পাপের পথে পাপই পাবে—হোক না যত আয়োজন,
ধর্মফুলে বাঁদরগুলোর নেই যে কোনো প্রয়োজন।
ফুলের কদর এই দুনিয়ায় সবাই কি আর বুঝতে পারে ভাই!
লেবাসধারী পাপীগুলোর ধর্মফুলে প্রয়োজন যে নাই।
ধর্মফুলের সুবাস নিতে হচ্ছে সবাই পাগল,
কিন্তু বন্ধু মনের ঘরে শক্ত রেখো আগল।
বিবেক তোমার রুদ্ধ করে খুলবে নাকো মন,
তাইলে বন্ধু বিষাক্ত কীট কামড়ে খাবে তোমার আসল ধন।
সাইয়িদ রফিকুল হক
১৭/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৯/০৭/২০২০দারুন উপস্থাপনাা।
-
দীপজয় গাঙ্গুলী ১৯/০৭/২০২০বেশ ভালো।
-
Md. Rayhan Kazi ১৯/০৭/২০২০দারুন আগ্রহ নিয়ে লেখা।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/০৭/২০২০বেশ।
-
দীপঙ্কর বেরা ১৭/০৭/২০২০দারুণ হয়েছে
-
ফয়জুল মহী ১৭/০৭/২০২০সাবলীল সুন্দর উপস্থাপন । দারুণ লেখা । ভালো থাকু