ধর্মের রং মাখা
ধর্মের রং মাখা
সাইয়িদ রফিকুল হক
ধর্মের রং তোর মাখা আছে
নধরকান্তি গায়ে,
আর কি তোর তাকাতে হয়
ডানে কিংবা বাঁয়ে!
তরতাজা তোর দেহ আছে
কত সুন্দর লেবাসে ঢাকা!
অঢেল টাকার পরিবৃত্তে
ঘুরছে আজ তোর জীবনচাকা!
মুখে আসে ফুর্তিতে তাই
কত কথা আজেবাজে,
বড়ভাইদের ছত্রচ্ছায়ায়
বসে আছো আলেম সেজে!
ধোঁকার ব্যবসায় আজকের যুগে
লাগে নাতো বেশি,
পুঁজি শুধু চাপাবাজি
আরও সঙ্গে পেশী!
ধর্মের রং তোর মাখা আছে
আজকে দেখি সর্বাঙ্গে,
জীবন কাটবে তোর যে এখন
হেসে-খেলে কত রঙ্গে!
সাইয়িদ রফিকুল হক
১৫/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
ধর্মের রং তোর মাখা আছে
নধরকান্তি গায়ে,
আর কি তোর তাকাতে হয়
ডানে কিংবা বাঁয়ে!
তরতাজা তোর দেহ আছে
কত সুন্দর লেবাসে ঢাকা!
অঢেল টাকার পরিবৃত্তে
ঘুরছে আজ তোর জীবনচাকা!
মুখে আসে ফুর্তিতে তাই
কত কথা আজেবাজে,
বড়ভাইদের ছত্রচ্ছায়ায়
বসে আছো আলেম সেজে!
ধোঁকার ব্যবসায় আজকের যুগে
লাগে নাতো বেশি,
পুঁজি শুধু চাপাবাজি
আরও সঙ্গে পেশী!
ধর্মের রং তোর মাখা আছে
আজকে দেখি সর্বাঙ্গে,
জীবন কাটবে তোর যে এখন
হেসে-খেলে কত রঙ্গে!
সাইয়িদ রফিকুল হক
১৫/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৮/০৭/২০২০লেখনীতে ভাব প্রকাশের দারুন আগ্রহ
-
পুষ্পিতা পাল ১৭/০৭/২০২০ভালো লাগলো।
-
ফয়জুল মহী ১৬/০৭/২০২০অনিন্দ্য সুন্দর লেখনী ।