আমি ও চড়ুইপাখি
আমি ও চড়ুইপাখি
সাইয়িদ রফিকুল হক
বারান্দায় একদিন দুইটা চড়ুইপাখি
আমাকে এসে বললো:
আমাদের জন্য ছোট্ট
একটা ঘর বানিয়ে দিন।
চড়ুইপাখির কথায় প্রায় হেসে ফেলেছি…
এমন সময় চুপ করে রইলাম কষ্টে।
ভাবলাম মন দিয়ে ওদের কষ্টের কথা,
সত্যি ওরা গৃহহীন—ঠিক আমার মতো
পরের বাড়িতে ওরা বাসাবাঁধে চুরি করে,
তবুও ওদের কেউ তৈরি করে দেয় না
একটা ভালো বাসা, নিজের মতো করে বাঁচার!
মলিন হাসিতে বলি: শোনো চড়ুই, মন দিয়ে
আমিও থাকি ভাড়ায়—তোমাদের মতো আমিও
চড়ুই দুটো উড়ে গেল—জানি না কী মনে করে!
আর আমার মনে হলো—আমিও চড়ুইপাখি,
আমি ও চড়ুইপাখি আজ একজায়গায়
হঠাৎ কেমন করে যেন এসে দাঁড়িয়েছি!
আমাদের ঘর নাই, আমরা এই শহরে আজ গৃহহীন।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
বারান্দায় একদিন দুইটা চড়ুইপাখি
আমাকে এসে বললো:
আমাদের জন্য ছোট্ট
একটা ঘর বানিয়ে দিন।
চড়ুইপাখির কথায় প্রায় হেসে ফেলেছি…
এমন সময় চুপ করে রইলাম কষ্টে।
ভাবলাম মন দিয়ে ওদের কষ্টের কথা,
সত্যি ওরা গৃহহীন—ঠিক আমার মতো
পরের বাড়িতে ওরা বাসাবাঁধে চুরি করে,
তবুও ওদের কেউ তৈরি করে দেয় না
একটা ভালো বাসা, নিজের মতো করে বাঁচার!
মলিন হাসিতে বলি: শোনো চড়ুই, মন দিয়ে
আমিও থাকি ভাড়ায়—তোমাদের মতো আমিও
চড়ুই দুটো উড়ে গেল—জানি না কী মনে করে!
আর আমার মনে হলো—আমিও চড়ুইপাখি,
আমি ও চড়ুইপাখি আজ একজায়গায়
হঠাৎ কেমন করে যেন এসে দাঁড়িয়েছি!
আমাদের ঘর নাই, আমরা এই শহরে আজ গৃহহীন।
সাইয়িদ রফিকুল হক
১৫/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পুষ্পিতা পাল ১৭/০৭/২০২০Nice
-
Md. Rayhan Kazi ১৭/০৭/২০২০লেখনশৈলী মুগ্ধতা
-
এম. মাহবুব মুকুল ১৬/০৭/২০২০ভালো। দারুণ কবিতা।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০৭/২০২০best
-
ফয়জুল মহী ১৫/০৭/২০২০পাখিদের নিয়ে সুন্দর একটা ব্যতিক্রম লেখা পড়লাম