গন্ধ শুঁকেই বুঝতে পারি
গন্ধ শুঁকেই বুঝতে পারি
সাইয়িদ রফিকুল হক
গন্ধ শুঁকেই বুঝতে পারি তুই যে রাজাকার,
বাইরে তোমার ব্যবহারটা হোক না যতই চমৎকার!
তোমার মাথায় কিলিকবাজি—আরও কত ফন্দিফিকির!
লোকদেখানোর অভিপ্রায়ে মুখে আছে ধর্মজিগির।
সবকিছুতে ভণ্ডামি যে রক্তে তোমার মিশে,
দেশের একটু ভালো তুমি চাইবে আবার কীসে!
রাজাকারের রক্ত নিয়ে হয় না কেহ ভালো,
পাপের পথে জীবন তোমার—ভিতরটা যে কালো!
গন্ধ শুঁকেই বুঝতে পারি তুই যে বড় রাজাকার,
দেখাদেখির আর কী আছে তোমার শুকনা ব্যবহার!
ধর্মবেচার উসিলাতে তুমি এখন বিরাটবড় চাঁই,
আমরা জানি, তোমার মতো শয়তান কেহ নাই।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
গন্ধ শুঁকেই বুঝতে পারি তুই যে রাজাকার,
বাইরে তোমার ব্যবহারটা হোক না যতই চমৎকার!
তোমার মাথায় কিলিকবাজি—আরও কত ফন্দিফিকির!
লোকদেখানোর অভিপ্রায়ে মুখে আছে ধর্মজিগির।
সবকিছুতে ভণ্ডামি যে রক্তে তোমার মিশে,
দেশের একটু ভালো তুমি চাইবে আবার কীসে!
রাজাকারের রক্ত নিয়ে হয় না কেহ ভালো,
পাপের পথে জীবন তোমার—ভিতরটা যে কালো!
গন্ধ শুঁকেই বুঝতে পারি তুই যে বড় রাজাকার,
দেখাদেখির আর কী আছে তোমার শুকনা ব্যবহার!
ধর্মবেচার উসিলাতে তুমি এখন বিরাটবড় চাঁই,
আমরা জানি, তোমার মতো শয়তান কেহ নাই।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১৬/০৭/২০২০প্রকাশে মুগ্ধতা
-
Md. Rayhan Kazi ১৫/০৭/২০২০মুগ্ধতা একরাশ
-
ফয়জুল মহী ১৪/০৭/২০২০অপূর্ব শব্দ বুনন । পাঞ্জল শব্দের গাঁথুনি। লেখা পড়ে বিমোহিত হলাম।