হিসাব মেলে না
হিসাব মেলে না
সাইয়িদ রফিকুল হক
ছোট্টবেলার বন্ধু যারা তারা এখন পর,
কঠিন ঝড়ে ভেঙে গেছে চিরচেনা ঘর!
পর ভাবিয়া যাদের দিকে ফিরাইনিকো মুখ,
তারাই এখন আমার দুঃখে দিচ্ছে পেতে বুক!
যুগজনমের অনেক কথা হচ্ছে এখন মিথ্যা,
বাস্তবতার কঠিন সত্য সবার কাছেই তিতা!
নতুন করে ভাবছি সবই—দেখছি গভীরভাবে,
পশুর ক্ষুধা বাড়ছে যেন মানুষজনের স্বভাবে!
ছোট্টবেলার সহজ-সরল নাই যে কোনোকিছু,
লাভের হিসাব কষছে এখন সবাই আগুপিছু।
জীবনখাতার কোনো হিসাব মেলে নাতো আজ,
মূর্খমানব-পাপীশুয়োর কারও মাথার তাজ!
লাভ কী বলে এমন কথা—আসবে না যা কাজে,
সত্য শুনে বলবে সবাই—লোকটা ভীষণ বাজে!
তারচে ভালো ঘরে বসে করি লাভের হিসাব,
এটাই তো আজ এই জামানার মানুষজনের স্বভাব!
সাইয়িদ রফিকুল হক
১১/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
ছোট্টবেলার বন্ধু যারা তারা এখন পর,
কঠিন ঝড়ে ভেঙে গেছে চিরচেনা ঘর!
পর ভাবিয়া যাদের দিকে ফিরাইনিকো মুখ,
তারাই এখন আমার দুঃখে দিচ্ছে পেতে বুক!
যুগজনমের অনেক কথা হচ্ছে এখন মিথ্যা,
বাস্তবতার কঠিন সত্য সবার কাছেই তিতা!
নতুন করে ভাবছি সবই—দেখছি গভীরভাবে,
পশুর ক্ষুধা বাড়ছে যেন মানুষজনের স্বভাবে!
ছোট্টবেলার সহজ-সরল নাই যে কোনোকিছু,
লাভের হিসাব কষছে এখন সবাই আগুপিছু।
জীবনখাতার কোনো হিসাব মেলে নাতো আজ,
মূর্খমানব-পাপীশুয়োর কারও মাথার তাজ!
লাভ কী বলে এমন কথা—আসবে না যা কাজে,
সত্য শুনে বলবে সবাই—লোকটা ভীষণ বাজে!
তারচে ভালো ঘরে বসে করি লাভের হিসাব,
এটাই তো আজ এই জামানার মানুষজনের স্বভাব!
সাইয়িদ রফিকুল হক
১১/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১২/০৭/২০২০বাহ্ চমৎকার
-
দীপজয় গাঙ্গুলী ১২/০৭/২০২০সত্য লেখা।
-
ফয়জুল মহী ১১/০৭/২০২০Best wishes
-
স্বপন রোজারিও (মাইকেল) ১১/০৭/২০২০হিসাব কঠিন।