অন্ধকারের হাসি
অন্ধকারের হাসি
সাইয়িদ রফিকুল হক
অমাবস্যা গিলে খেল চাঁদের হাসি,
অন্ধকার গর্বে বলে, এসো বন্ধু দলে-দলে
আঁধার ভালোবাসি!
চাঁদের হাসি লুকালো আঁধারের ত্রাসে,
আলো নিভে গেল তাই গভীর সন্ত্রাসে!
ভালোবাসা মুছে যায় টাকার দৌরাত্ম্যে,
সবকিছু চাপা পড়ে ভেজালভিড়ে মর্ত্যে!
আলো নিভে যায় ভয়ে—বেঁচে থাকে খুব দম্ভে
অন্ধকারের বিকট হাসি,
এই ভেজালের ভিড়ে মন খুলে কাকে বলি:
বন্ধু তোমায় ভালোবাসি!
সাইয়িদ রফিকুল হক
১০/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
অমাবস্যা গিলে খেল চাঁদের হাসি,
অন্ধকার গর্বে বলে, এসো বন্ধু দলে-দলে
আঁধার ভালোবাসি!
চাঁদের হাসি লুকালো আঁধারের ত্রাসে,
আলো নিভে গেল তাই গভীর সন্ত্রাসে!
ভালোবাসা মুছে যায় টাকার দৌরাত্ম্যে,
সবকিছু চাপা পড়ে ভেজালভিড়ে মর্ত্যে!
আলো নিভে যায় ভয়ে—বেঁচে থাকে খুব দম্ভে
অন্ধকারের বিকট হাসি,
এই ভেজালের ভিড়ে মন খুলে কাকে বলি:
বন্ধু তোমায় ভালোবাসি!
সাইয়িদ রফিকুল হক
১০/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঃ মোঃ সাখাওয়াত হোসেন ১২/০৭/২০২০Valo
-
Md. Rayhan Kazi ১১/০৭/২০২০বাহ্ চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১১/০৭/২০২০fantastic!
-
পি পি আলী আকবর ১১/০৭/২০২০অসাধারণ
-
ফয়জুল মহী ১০/০৭/২০২০সুন্দর , অসাধারণ উপস্থাপন I