হিসাবনিকাশ
হিসাবনিকাশ
সাইয়িদ রফিকুল হক
পুবগগনে সূর্য দেখে
হচ্ছো কেন খুশি?
সন্ধ্যাকালেই অস্ত যাবে
দুঃখ পাবে বেশি।
আজকে যাকে আপন ভেবে
ধরছো অনেক কষে,
তোমার ক্ষতি করতে সে যে
নেইকো একটু বসে!
জীবনটা ভাই জোয়ারভাটা
মিলবে না তার নিকাশ,
অনেক বেশি হিসাব করেও
হয় না ভালোপ্রকাশ!
হিসাবনিকাশ বন্ধ রেখে
বুদ্ধি খাটাও জোরে,
হয়তো তুমি আলোর দেখা
পাবে কোনো ভোরে!
সাইয়িদ রফিকুল হক
০৯/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
পুবগগনে সূর্য দেখে
হচ্ছো কেন খুশি?
সন্ধ্যাকালেই অস্ত যাবে
দুঃখ পাবে বেশি।
আজকে যাকে আপন ভেবে
ধরছো অনেক কষে,
তোমার ক্ষতি করতে সে যে
নেইকো একটু বসে!
জীবনটা ভাই জোয়ারভাটা
মিলবে না তার নিকাশ,
অনেক বেশি হিসাব করেও
হয় না ভালোপ্রকাশ!
হিসাবনিকাশ বন্ধ রেখে
বুদ্ধি খাটাও জোরে,
হয়তো তুমি আলোর দেখা
পাবে কোনো ভোরে!
সাইয়িদ রফিকুল হক
০৯/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ১১/০৭/২০২০অনন্য লেখনশৈলী
-
কুমারেশ সরদার ১০/০৭/২০২০চমৎকার
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/০৭/২০২০অসাধারন
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৯/০৭/২০২০চমৎকার।
-
ফয়জুল মহী ০৯/০৭/২০২০ভালো লাগলো পড়ে