তিনিই আছেন
তিনিই আছেন
সাইয়িদ রফিকুল হক
ভাগ্য ভালো হলে জুটে যেতে পারে
হয়তোকিছু ফুলের মালা,
আর নয়তো হে, তোমার গলায়
বিঁধে যেতে পারে অনেক ব্যথার জ্বালা!
জীবনটা নিয়ে কেউ-একজন খেলছে সদাই
কত রকমের জুয়াখেলা,
তাঁর সাথে কেউ পারে না কখনো
তিনি যে চির-রাজাধিরাজ,
আমরা শুধুই অভিনয়শিল্পী সারাদুনিয়ায়
তিনিই করেন সারাক্ষণ তাই কাজের কাজ!
ভাগ্য বাদ দিয়ে শুধু সাধনায়
ওঠা যায় নাকো কখনো উপরে,
তিনি না চাইলে উপরে ওঠার সিঁড়ি মাড়িয়েও
মুখথুবড়ে যে তুমি যাবে পরে!
ভাগ্য আছে বন্ধু, কাউকে বোলো না
আর তো কখনো এমন কোনো মন্দ,
এই পৃথিবীর সবকিছু আজো আঁকড়িয়ে ধরে
তিনিই আছেন—মনে রেখো নাকো কোনো দ্বিধাদ্বন্দ্ব।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৭/২০২০
সাইয়িদ রফিকুল হক
ভাগ্য ভালো হলে জুটে যেতে পারে
হয়তোকিছু ফুলের মালা,
আর নয়তো হে, তোমার গলায়
বিঁধে যেতে পারে অনেক ব্যথার জ্বালা!
জীবনটা নিয়ে কেউ-একজন খেলছে সদাই
কত রকমের জুয়াখেলা,
তাঁর সাথে কেউ পারে না কখনো
তিনি যে চির-রাজাধিরাজ,
আমরা শুধুই অভিনয়শিল্পী সারাদুনিয়ায়
তিনিই করেন সারাক্ষণ তাই কাজের কাজ!
ভাগ্য বাদ দিয়ে শুধু সাধনায়
ওঠা যায় নাকো কখনো উপরে,
তিনি না চাইলে উপরে ওঠার সিঁড়ি মাড়িয়েও
মুখথুবড়ে যে তুমি যাবে পরে!
ভাগ্য আছে বন্ধু, কাউকে বোলো না
আর তো কখনো এমন কোনো মন্দ,
এই পৃথিবীর সবকিছু আজো আঁকড়িয়ে ধরে
তিনিই আছেন—মনে রেখো নাকো কোনো দ্বিধাদ্বন্দ্ব।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৭/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৮/০৭/২০২০অনন্য বৈশিষ্ট মন্ডিত
-
ফয়জুল মহী ০৮/০৭/২০২০অনুপম, অতুলনীয় লেখা..
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৮/০৭/২০২০দারুণ লেগেছে ভাই।
-
এম. মাহবুব মুকুল ০৮/০৭/২০২০অসাধারণ জীবনের কথা । ভারুণ লেগেছে।